1 প্রভু, তোমার শক্তিতে রাজা আনন্দিত, তোমার বিজয়দানে তিনি কতই না উল্লসিত!
2 তাঁর মনোবাঞ্ছা তুমি করেছ মঞ্জুর, অগ্রাহ্য করনি তাঁর ওষ্ঠের অভিলাষ।
3 মঙ্গল আশিসদানে তুমি তাঁর সম্মুখে এসে দাঁড়িয়ে খাঁটি সোনার মুকুটেই তাঁর মাথা করেছ বিভূষিত।
4 তোমার কাছে তিনি যাচনা করলেন জীবন, তা মঞ্জুর করেছ তাঁকে, দীর্ঘায়ু চিরদিন চিরকাল।
5 তোমার বিজয়দানে তাঁর গৌরব মহান, প্রভা ও মহিমায় তাঁকে করেছ শ্রীমণ্ডিত;
6 তাঁকে করেছ চিরকালীন আশিসধারার আধার, তোমার উপস্থিতির আনন্দে তাঁকে করেছ আনন্দিত।
7 রাজা প্রভুতেই তো ভরসা রাখেন, পরাৎপরের কৃপাগুলে তিনি টলবেন না।
8 তোমার হাত তোমার সকল শত্রুকে খুঁজে এনে ধরবে, তোমার ডান হাত তোমার বিদ্বেষীদের খুঁজে বের করবে।
9 তোমার আবির্ভাবের দিনে তুমি তাদের একটা অগ্নিকুণ্ডই করবে, সক্রোধে প্রভু তাদের গ্রাস করবেন, আগুন তাদের কবলিত করবে।
10 তুমি তাদের সন্তানদের বিলোপ করবে পৃথিবী থেকে, তাদের বংশকে আদমসন্তানদের মধ্য থেকে।
11 তোমার বিরুদ্ধে তারা দুরভিসন্ধি করেছে, খাটিয়েছে ফন্দি, তবুও তারা কিছুই পারবে না,
12 কারণ তখন তারা পিঠ ফেরাবে, যখন তুমি ধনুক বেঁকিয়ে তাদের মুখ লক্ষ করবে।
13 তোমার শক্তিতে উন্নীত হও, ওগো প্রভু, বাদ্যের ঝঙ্কারে আমরা গাইব তোমার পরাক্রমের গুণগান।