1 ওগো প্রভু, আমার প্রার্থনা শোন, আমার এ চিৎকার তোমার কাছে যেতে পারে যেন।
2 আমার সঙ্কটের দিনে আমা থেকে লুকিয়ে রেখো না গো শ্রীমুখ, আমি ডাকলে কান পেতে শোন, শীঘ্রই আমাকে সাড়া দাও।
3 আমার আয়ুর দিনগুলি ধোঁয়ার মতই বিলীন হচ্ছে, আমার হাড় জ্বলছে চুল্লির মত ;
4 আমার আঘাতগ্রস্ত হৃদয় ঘাসের মত শুষ্ক হচ্ছে, খাবার খেতে ভুলে যাই ;
5 আমার দীর্ঘ ক্রন্দনে আমার হাড় মাংসে লেগে গেছে।
6 আমি যেন প্রান্তরে একটা গগনভেলা, ধ্বংসস্তূপের মধ্যে একটা পেঁচক যেন;
7 আমি জেগে থাকি, এই যে, আমি ছাদের উপরে বসা সঙ্গীহীন একটা পাখির মত।
8 আমার শত্রুরা আমাকে অপবাদ দেয় সারাদিন ধরে, উন্মত্ত হয়ে আমাকে অভিশাপ দেয়।
9 তুমি আমাকে উঁচু করে দূরে ফেলে দিলে, তাই তোমার আক্রোশ, তোমার ক্রোধের সম্মুখীন হয়ে
10 আমি এখন খাদ্যরূপে ছাই খাই, আমার পানীয়ে মেশাই অশ্রুজল।
11 আমার আয়ুর দিনগুলি আস্তে আস্তে মিলিয়ে যাওয়া ছায়ার মত, আমি ঘাসের মতই শুষ্ক হচ্ছি।
12 প্রভু, তুমি কিন্তু সিংহাসনে চিরসমাসীন, তোমার স্মৃতি যুগযুগস্থায়ী ;
13 তুমি উত্থিত হবে, তুমি সিয়োনের প্রতি করুণাবিষ্ট হবে, কেননা এই তো তাকে দয়া করার সময়- এসে গেছে সেই শুভক্ষণ ;
14 কেননা তোমার দাসেরা তার প্রতিটি পাথর ভালবাসে, তার ধুলাস্তূপের জন্য তারা দয়ায় বিগলিত।
15 জাতি-বিজাতি প্রভুর নাম শ্রদ্ধা করবে, তোমার গৌরব শ্রদ্ধা করবেন পৃথিবীর সকল রাজা ;
16 কারণ প্রভু সিয়োনকে পুনর্নির্মাণ করবেন, তিনি সগৌরবে দর্শন দেবেন।
17 তিনি অবহেলিত মানুষের প্রার্থনার প্রতি মুখ তুলে চাইবেন, তাদের প্রার্থনা অবজ্ঞা করবেন না।
18 ভাবী যুগের মানুষের জন্য একথা লেখাই থাকবে, তবে নবসৃষ্ট এক জাতি প্রভুর প্রশংসা করবে।
19 কারণ তাঁর ঊর্ধ্বস্থিত পবিত্রধাম থেকে প্রভু বাড়ালেন শ্রীমুখ, স্বর্গ থেকে পৃথিবীর উপর দৃষ্টিপাত করলেন,
20 তিনি যে শুনতে চান বন্দিদের হাহাকার, দণ্ডিতদের মৃত্যু থেকে মুক্তি দিতে চান;
21 যেন সিয়োনে ধ্বনিত হয় প্রভুর নাম, যেরুসালেমে তাঁর প্রশংসাবাদ;
22 তখন প্রভুকে পূজা করার জন্য যত জাতি, যত রাজ্য একত্রে সম্মিলিত হবে।
23 আমার মাঝপথে তিনি লুটিয়ে দিয়েছেন আমার বল, কেটে দিয়েছেন আমার আয়ুর দিনগুলি ;
24 আমি বলি, হে আমার ঈশ্বর, আমার আয়ূর মধ্যভাগে তুলে নিয়ো না গো আমায়, তোমার বছরপরম্পরা, তা তো যুগযুগান্তর ব্যাপী।
25 পুরাকালে তুমি পৃথিবীর ভিত্তি স্থাপন করলে, আকাশমণ্ডলও তোমারই আপন হাতের কাজ।
26 সেগুলি বিলুপ্ত হবে, তুমি কিন্তু থেকে যাবে, সেই সবকিছু জীর্ণ হবে একটা বস্ত্রের মত; সেগুলি তুমি পোশাকেরই মত বদলে নেবে, তখন সেগুলি কেটে যাবে।
27 তুমি কিন্তু অভিন্ন হয়ে থাক, তোমার বছর পরম্পরার সমাপ্তি নেই।
28 তোমার দাসদের সন্তানেরা একটি আবাস পাবে, তাদের বংশধরেরা তোমার সম্মুখে দৃঢ়প্রতিষ্ঠিত থাকবে।