Index

সামসঙ্গীত - Chapter 82

1 পরমেশ্বর উঠে দাঁড়ালেন ঐশ সমাবেশে,
ঐশজীবদের মধ্যে তিনি বিচার সম্পাদন করেন।
2 আর কতকাল তোমরা সম্পন্ন করবে অন্যায় বিচার?
দুর্জনদেরই পক্ষপাতিত্ব করে যাবে আর কতকাল?
3 দীনজন ও এতিমের সুবিচার কর,
দীনহীন ও নিপীড়িতের অধিকার রক্ষা কর,
4 দীনজন ও নিঃস্বকে রেহাই দাও,
দুর্জনদের হাত থেকে তাদের উদ্ধার কর।
5 তারা কিছুই জানে না, বোঝেও না কিছু,
অন্ধকারেই তারা চলে;
টলে যাচ্ছে পৃথিবীর সব ভিত।
6 আমি বলেছি, “তোমরা ঐশজীব!
তোমরা সবাই পরাৎপরের সন্তান।”
7 অথচ মানুষের মতই মরবে,
অন্য যে কোন নেতার মতই তোমাদের হবে পতন।'
8 উত্থিত হও, পরমেশ্বর; পৃথিবীর বিচার কর,
সকল দেশ যে তোমারই সম্পদ।