1 পরমেশ্বর, বিজাতিরা ঢুকেছে তোমার আপন উত্তরাধিকারে, অশুচি করেছে তোমার পবিত্র মন্দির, ধ্বংসস্তূপেই পরিণত করেছে যেরুসালেম।
2 তোমার দাসদের মৃতদেহ আকাশের পাখিদের, তোমার ভক্তদের দেহমাংস বন্যজন্তুদের খেতে দিয়েছে ওরা।
3 যেরুসালেমের চারদিকে ওরা তাদের রক্ত ঝরিয়েছে জলেরই মত, আর সমাধি দেওয়ার মত কেউই ছিল না।
4 প্রতিবেশীদের কাছে আমরা এখন অপবাদের পাত্র, আশেপাশের জাতিসকলের কাছে উপহাস ও বিদ্রূপের বস্তু।
5 আর কতকাল, প্রভু? তুমি কি ক্রুদ্ধ থাকবে চিরদিন? তোমার ঈর্ষা কি জ্বলতে থাকবে আগুনের মত?
6 যারা তোমাকে জানে না, সেই বিজাতিদের উপর, যারা তোমার নাম করে না, সেই সব রাজ্যের উপর ঢেলে দাও তোমার রোষ,
7 কারণ যাকোবকে গ্রাস করেছে ওরা, ধ্বংস করেছে তার আবাসগৃহ।
8 পিতৃপুরুষদের অপরাধের জন্য আমাদের দায়ী করো না, তোমার স্নেহ শীঘ্রই আমাদের কাছে আসুক, আমরা যে নিতান্ত নিরুপায়।
9 তোমার নামের গৌরবের খাতিরেই, হে আমাদের ত্রাণেশ্বর, আমাদের সহায়তা কর ; তোমার নামের দোহাই আমাদের উদ্ধার কর, ক্ষমা কর আমাদের যত পাপ।
10 বিজাতিরা কেনই বা বলবে, “কোথায় ওদের পরমেশ্বর ?" আমাদের চোখের সামনে বিজাতিদের মাঝে জ্ঞাত হোক তোমার দাসদের রক্তপাতের জন্য সেই প্রতিশোধ।
11 তোমার কাছে যেতে পারে যেন বন্দিদের হাহাকার, দণ্ডিতদের মৃত্যু থেকে বাঁচাও তোমার বাহুবলে।
12 আমাদের প্রতিবেশীরা তোমাকে অপবাদ দিয়েছে, প্রভু, ওদের বুকে তুমি সাতগুণ সেই অপবাদ ফিরিয়ে দাও ;
13 আর আমরা, তোমার আপন জনগণ, তোমার চারণভূমির মেষপাল, তোমাকে ধন্যবাদ জানাব চিরকাল, যুগযুগ ধরে ঘোষণা করব তোমার প্রশংসাবাদ।