1 শোন, পরমেশ্বর, আমার বিলাপের কণ্ঠ, শত্রুর ভয়ভীতি থেকে আমার জীবন রক্ষা কর।
2 দুষ্কর্মাদের চক্রান্ত থেকে, অপকর্মাদের কোলাহল থেকে আমাকে লুকিয়ে রাখ।
3 ওরা জিহ্বা তীক্ষ্ণ করে খরোর মত, তীরের মতই ছোড়ে তিক্ত কথা।
4 নিভৃতস্থান থেকে ওরা নির্দোষকে লক্ষ করে, হঠাৎ তীর ছোড়ে, আর কিছুই করে না ভয়।
5 কুকর্মের জন্য ওরা মন স্থির করে, গোপনে ফাঁদ পাতার ষড়যন্ত্র করে, ওরা বলে, “কে তা দেখতে পাবে?"
6 অন্যায়ের কথা ভেবে ওরা সুচিন্তিত ফন্দি খাটায় ৷ মানুষ তো একটা সমাধিস্থল, তার অন্তর অতল।
7 পরমেশ্বর কিন্তু ওদের উপর তীর ছুড়বেন, হঠাৎ আহত হবে ওরা ;
8 ওদের নিজেদের জিহ্বাই ঘটাবে ওদের পতন, ওদের দেখে সবাই মাথা নেড়ে উপহাস করবে।
9 তখন ভয় পেয়ে সকলে পরমেশ্বরের কীর্তিকথা প্রচার করবে, তিনি যা সাধন করেছেন, তা বুঝতে পারবে।
10 ধার্মিকজন প্রস্তুতে আনন্দ করবে, প্রভুতে আশ্রয় নেবে ; সরলহৃদয় সকল মানুষ উৎফুল্ল হবে।