1 কেবল পরমেশ্বরেই স্বস্তি পায় আমার প্রাণ, তাঁরই কাছ থেকে আসে আমার পরিত্রাণ।
2 কেবল তিনিই আমার শৈল, আমার পরিত্রাণ, তিনি আমার দুর্গ—আমি টলব না।
3 এই যে মানুষ হেলে পড়া কোন প্রাচীরের মত, টলমল কোন বেড়ারই মত, তাকে বিধ্বস্ত করতে তোমরা একযোগে আক্রমণ চালাবে আর কতকাল?
4 উচ্চপদ থেকে তাকে নামাবার জন্য ওরা শুধু ফন্দি আঁটে, মিথ্যায় প্রসন্ন ওরা, মুখে আশীর্বাদ করে, কিন্তু মনে মনে অভিশাপ দেয়।
5 কেবল পরমেশ্বরেই স্বস্তি পায় আমার প্রাণ, তাঁরই কাছ থেকে আসে আমার আশা ;
6 কেবল তিনিই আমার শৈল, আমার পরিত্রাণ, তিনি আমার দুর্গ—আমি টলব না।
7 পরমেশ্বরেই আমার পরিত্রাণ, আমার গৌরব : পরমেশ্বরেই আমার শক্তিশৈল, আমার আশ্রয়।
8 হে জনগণ, তাঁর উপরেই অনুক্ষণ ভরসা রাখ, তাঁর সন্মুখে অন্তর উজাড় করে দাও— পরমেশ্বর আমাদের আশ্রয়।
9 সত্যি, আদমসন্তান একটা ফুৎকার মাত্র, মানবসন্তান মায়াই শুধু, দাঁড়িপাল্লায় ওজন করলে তারা মিলে ফুৎকারের চেয়েও লঘুভার।
10 তোমরা শোষণে ভরসা রেখো না, লুণ্ঠনেও বৃথা আশা রেখো না ধনসম্পদে হৃদয় আসক্ত করো না, যদিও সেই সম্পদ বাড়ে।
11 পরমেশ্বর একটি কথা বলেছেন, আমি শুনেছি দু'টি কথা পরমেশ্বরেরই তো সর্বশক্তি
12 কৃপাও তোমার, ওগো প্রভু, তুমি তো প্রত্যেককে কাজ অনুযায়ী দান কর প্রতিফল।