Index

সামসঙ্গীত - Chapter 23

1 প্রভু আমার পালক ; অভাব নেই তো আমার।
2 আমায় তিনি শুইয়ে রাখেন নবীন ঘাসের চারণমাঠে, আমায় নিয়ে যান শান্ত জলের কূলে ;
3 তিনি সঞ্জীবিত করেন আমার প্রাণ, তাঁর নামের খাতিরে আমায় চালনা করেন ধর্মপথে।
4 মৃত্যু-ছায়ার উপত্যকাও যদি পেরিয়ে যাই, আমি কোন অনিষ্টের ভয় করি না, তুমি যে আমার সঙ্গে আছ। তোমার যষ্টি, তোমার পাচনি আমাকে সান্ত্বনা দেয়।
5 আমার সম্মুখে তুমি সাজাও ভোজনপাট আমার শত্রুদের সামনে ; আমার মাথা তুমি তৈলসিক্ত কর; আমার পানপাত্র উচ্ছলিত।
6 মঙ্গল ও কৃপাই হবে আমার সহচর আমার জীবনের সমস্ত দিন ধরে, আমি প্রভুর গৃহে ফিরব—চিরদিনের মত!