1 হে প্রতাপশালীরা, তোমরা কি সত্যি ন্যায্য রায় উচ্চারণ কর? তোমরা কি সততার সঙ্গে আদমসন্তানদের বিচার কর?
2 না! অন্তরে তোমরা অন্যায়ই গড়ে তোল, পৃথিবী জুড়ে তোমাদের হাত হিংসাই তৈরি করে।
3 মাতৃগর্ভ থেকে দুর্জনেরা বিপথগামী, জন্ম থেকে মিথ্যাবাদীরা পথভ্রষ্ট।
4 বিষাক্ত সাপেরই মত ওরা বিষাক্ত, বধির চন্দ্রবোড়ারই মত যা কান বন্ধ করে,
5 পাছে শোনে সাপুড়ের সুর, নিপুণ মন্ত্রজালিকের সুর।
6 ওদের মুখের দাঁত ভেঙে দাও গো পরমেশ্বর, উপড়ে ফেল যত সিংহের দাঁত, ওগো প্রভু।
7 সরে যাওয়া জলের মতই ওরা বিলীন হয়ে যাক, ম্লান হয়ে পড়া তেমন মানুষদের মত নিজেদের তাঁর মাড়িয়ে দিক,
8 চলতে চলতে গলে যাওয়া শামুকের মত হোক, সূর্য দেখে না, গর্ভে এমন মৃত ভ্রূণেরই মত হোক।
9 কাঁটাগাছ কিংবা বন্যজন্তু বা আগুন এক পলকেই ওদের ছিনিয়ে নিক।
10 প্রতিশোধ দেখে ধার্মিকজন আনন্দ করবে, দুর্জনের রক্তে পা ধুয়ে নেবে।
11 মানুষ তখন বলবে, 'ধার্মিকের জন্য সত্যি পুরস্কার আছে; সত্যি ঈশ্বর আছেন, যিনি পৃথিবীতে বিচার সম্পাদন করেন।'