Index

সামসঙ্গীত - Chapter 54

1 পরমেশ্বর, তোমার নামের দোহাই সাধন কর আমার পরিত্রাণ, তোমার পরাক্রমের দোহাই সম্পন্ন কর আমার সুবিচার।
2 পরমেশ্বর, আমার প্রার্থনা শোন, কান দাও আমার মুখের কথায়।
3 উদ্ধত লোক আমার বিরুদ্ধে উঠছে, হিংসাপন্থী লোক আমার প্রাণনাশের চেষ্টায় আছে, তারা নিজেদের সামনে পরমেশ্বরকে রাখে না।
4 সত্যি, পরমেশ্বরই আমার সহায়, কেবল প্রভুই ধরে রাখেন আমার প্রাণ।
5 অনিষ্ট ফিরে যাক আমার শত্রুদের কাছে, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের স্তব্ধ করে দাও।
6 আমি স্বেচ্ছাপূর্বক তোমার কাছে বলি উৎসর্গ করব, তোমার নামের স্তুতিবাদ করব, প্রভু, মঙ্গলময় সেই নাম :
7 হ্যাঁ, সেই নাম সকল সঙ্কট থেকে উদ্ধার করেছে আমায়, আর আমি বিজয়ীর চোখে আমার শত্রুদের উপর তাকাতে পারলাম।