1 হে ইস্রায়েলের পালক, কান পেতে শোন তুমি তো যোসেফকে মেষপালের মতই চালনা কর, খেরুব বাহনে সমাসীন হয়ে
2 এফ্রাইম, বেঞ্জামিন ও মানাসের সামনে উদ্ভাসিত হও। জাগাও তোমার পরাক্রম, আমাদের ত্রাণ করতে এসো।
3 হে পরমেশ্বর, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত কর, শ্রীমুখ উজ্জ্বল করে তোল, তবেই আমরা পাব পরিত্রাণ।
4 হে প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর, তোমার জনগণের প্রার্থনার প্রতি তুমি ক্ষুব্ধ থাকবে আর কতকাল?
5 তুমি খাদ্যরূপে অশ্রুজলই খেতে দিয়েছ তাদের, পূর্ণমাত্রায় তাদের পান করিয়েছ অশ্রুজল।
6 প্রতিবেশীদের কাছে তুমি আমাদের করেছ বিবাদের কারণ, আমাদের শত্রুরা আমাদের নিয়ে করে উপহাস।
7 হে সেনাবাহিনীর পরমেশ্বর, আমাদের পুনপ্রতিষ্ঠিত কর, শ্রীমুখ উজ্জ্বল করে তোল, তবেই আমরা পাব পরিত্রাণ।
8 মিশর থেকে তুমি আনলে একটি আঙুরলতা, বিজাতিদের তাড়িয়ে দিয়েই তুমি সেই লতা পুঁতলে ;
9 তার জন্য তুমি নিড়িয়ে নিলে ভূমি, তা শিকড় নামাল আর সেই লতায় পৃথিবী হল পরিপূর্ণ।
10 তার ছায়ায় আবৃত হল পাহাড়পর্বত, আবৃত হল তার শাখায় বিশাল বিশাল এরসগাছ
11 তা ছড়িয়ে দিল ডালপালা সাগর পর্যন্ত, মহানদী পর্যন্ত তার নবীন অঙ্কুর।
12 তুমি কেন ভেঙে দিলে তার প্রাচীর? এখন যত পথিক লুটে নেয় তার ফল।
13 বন্যশূকর তা তছনছ করে ফেলে, সেখানে চরে বনের পশু।
14 হে সেনাবাহিনীর পরমেশ্বর, ফিরে এসো, স্বর্গ থেকে চেয়ে দেখ, এ আঙুরলতাকে দেখতে এসো।
15 রক্ষা কর সেই চারাগাছ যা তোমার ডান হাত পুঁতেছে একদিন, সেই পুত্রসন্তানকে যাকে নিজের জন্যই করেছ শক্তিশালী।
16 সেই লতা এখন আগুনে পোড়া, এখন কাটা- তোমার শ্রীমুখের ধমকে ওরা লুপ্ত হবেই।
17 তোমার হাত থাকুক তোমার ডান পাশের মানুষের উপর, থাকুক সেই আদমসন্তানের উপর যাকে নিজের জন্যই তুমি করেছ শক্তিশালী।
18 আর কখনও তোমাকে ছেড়ে আমরা চলে যাব না, তুমি আমাদের সঞ্জীবিত করবে আর আমরা করব তোমার নাম
19 হে প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত কর, শ্রীমুখ উজ্জ্বল করে তোল, তবেই আমরা পাব পরিত্রাণ।