1 এসো, প্রভুর উদ্দেশে সানন্দে চিৎকার করি,
আমাদের ত্রাণশৈলের উদ্দেশে তুলি জয়ধ্বনি ।
2 চল, ধন্যবাদগীতি গেয়ে তাঁর সম্মুখে যাই,
বাদ্যের ঝারে তাঁর উদ্দেশে তুলি জয়ধ্বনি।
3 কারণ প্রভু মহান ঈশ্বর,
সব দেবতার ঊর্ধ্বে তিনি মহান রাজা ;
4 তারই হাতে ভূগর্ভ
তাঁরই তো পাহাড়পর্বত-চূড়া,
5 সাগর তাঁরই, তিনিই তা করলেন;
তাঁর দু'হাতই পড়ল স্থলভূমি।
6 এসো, প্রণত হই; এসো, প্রণিপাত করি,
আমাদের নির্মাণকর্তা প্রভুর সম্মুখে করি জানুপাত
7 তিনি যে আমাদের পরমেশ্বর,
আর আমরা তাঁর চারণভূমির জনগণ,
তাঁর হাতের মেষপাল ।
তোমরা যদি আজ তাঁর কন্ঠস্বর শুনতে!
8 হৃদয় কঠিন করো না,
যেমনটি ঘটল মেরিবায় ও সেইদিন মাস্সায় সেই মরুদেশে ;
9 সেখানে তোমাদের পিতৃপুরুষেরা আমায় যাচাই করল,
আমার কাজ দেখেও আমায় পরীক্ষা করল।
10 চল্লিশ বছর আমি অতিষ্ঠ হলাম সেই প্রজন্মের মানুষকে নিয়ে,
শেষে বললাম, “তারা জষ্টহৃদয় এক জাতি,
তারা জানে না আমার কোন পথ।"
11 তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করলাম,
তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না।'