Index

সামসঙ্গীত - Chapter 124

1 প্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন,
-ইস্রায়েল একথা বলুক
2 যখন মানুষ আমাদের বিরুদ্ধে উঠেছিল,
প্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন,
3 তখন ওরা ওদের উত্তপ্ত ক্রোধে
আমাদের জিয়ন্তই গ্রাস করত:
4 তখন জলরাশি আমাদের বয়ে নিয়ে যেত,
খরস্রোত আমাদের উপর দিয়ে ছুটে চলে যেত,
5 আমাদের উপর দিয়ে
ছুটে চলে যেত উন্মত্ত জল ।
6 ধন্য প্রভু!
তিনি আমাদের হতে দেননি ওদের দাঁতের শিকার :
7 ব্যাধের ফাঁদ থেকে পাখির মতই
পালিয়েছে আমাদের প্রাণ :
ফাঁদ ভেঙেছে—পালিয়েছি আমরা।
8 আমাদের সহায়তা সেই প্রভুর নামে,
আকাশ ও পৃথিবীর নির্মাতা যিনি।