1 হে আমার প্রশংসাবাদের পাত্র পরমেশ্বর, বধির থেকো না ;
2 আমার বিরুদ্ধে যে খোলা রয়েছে দুর্জনের মুখ, ছলনাপটুর মুখ ; মিথ্যাবাদী জিহ্বা দিয়ে ওরা আমার বিষয়ে কথা বলে,
3 ঘৃণার কথা আমার চারদিকে, ওরা আমার বিরুদ্ধে অকারণেই সংগ্রাম করে।
4 আমার ভালবাসার বিনিময়ে ওরা তোলে অভিযোগ, অথচ আমি প্রার্থনায় রত।
5 মঙ্গলের প্রতিদানে ওরা আমার অমঙ্গল করে, ভালবাসার প্রতিদানে আমাকে ঘৃণা করে।
6 তুমি ওর বিরুদ্ধে এক দুর্জন নিযুক্ত কর, এক অভিযোক্তা দাঁড়িয়ে উঠুক ওর ডান পাশে।
7 বিচারে ও দোষী বলে প্রতিপন্ন হোক, ওর প্রার্থনা পাপরূপে গণ্য হোক।
8 সীমিত হোক ওর আয়ুষ্কাল, অন্য কেউ ওর স্থান দখল করুক;
9 ওর সন্তানেরা হোক পিতৃহীন, ওর বধূ বিধবা হোক।
10 ওর সন্তানেরা পথে পথে ঘুরে বেড়াক ভিখারী হয়ে, ওদের বিধ্বস্ত গৃহ থেকে ওরা বিতাড়িত হোক,
11 ওর সবকিছু পড়ুক পাওনাদারের ফাঁদে, বাইরের লোক লুট করে নিক ওর শ্রমের ফল।
12 কেউ যেন ওকে না দেখায় সহানুভূতি, ওর এতিম সন্তানদের প্রতি কেউ যেন না দেখায় দয়া,
13 ওর বংশপরম্পরা বিচ্ছিন্ন হোক, এক প্রজন্মেই মুছে যাক ওদের নাম।
14 ওর পিতৃপুরুষদের অপরাধ প্রভুর কাছে স্মরণ করিয়ে দেওয়া হোক, ওর মাতার পাপ যেন কখনও না বিমোচিত হয়—
15 তা অনুক্ষণ থাকুক প্রভুর সামনে, ওদের স্মৃতি তিনি পৃথিবী থেকে ছিন্ন করুন।
16 কেননা ও দয়া করতে ভুলে গেছে, বরং দীনহীন, নিঃস্ব, ভগ্নপ্রাণ মানুষকে মৃত্যুর দিকে ধাওয়া করল।
17 ও অভিশাপ ভালবেসেছে, ওর নিজের উপরেই তা এসে পড়ুক, আশীর্বচনে প্রীত ছিল না, ওর কাছ থেকে তা দূরে থাকুক।
18 ও অভিশাপ পরিধান করল পোশাকের মত, তা ওর অন্তরে জলের মতই, ওর হাড়ে তেলের মতই ঢুকুক,
19 হোক ওর গায়ে জড়ানো বসনের মত, ওর কোমরে বাঁধা কটিবন্ধনীর মত।
20 যারা আমার বিরুদ্ধে অভিযোগ তোলে, আমার প্রাণের বিরুদ্ধে অনিষ্ট কথা বলে, এ হোক তাদের জন্য প্রভুর প্রতিদান।
21 তুমি কিন্তু, ওগো পরমেশ্বর প্রভু, তোমার নাম অনুসারেই আমার সঙ্গে ব্যবহার কর, আমাকে উদ্ধার কর—তোমার কৃপা যে মঙ্গলময়।
22 আমি দীনহীন, আমি নিঃস্ব, আমার মধ্যে আমার হৃদয় বিদ্ধই যেন।
23 আস্তে আস্তে মিলিয়ে যাওয়া ছায়ার মতই আমাকে চলে যেতে হচ্ছে, পঙ্গপালের মত আমাকে ঝেড়ে ফেলা হচ্ছে।
24 অনাহারে আমার হাঁটু কাঁপে, আমার দেহ শীর্ণ শুষ্ক হচ্ছে,
25 আমি হলাম ওদের অপবাদের পাত্র, আমাকে দেখে ওরা অবজ্ঞায় মাথা নাড়ায়।
26 আমাকে সহায়তা কর গো প্রভু, পরমেশ্বর আমার, তোমার কৃপাগুণে আমাকে পরিত্রাণ কর।
27 সকলে যেন জানতে পারে যে এখানে তোমার হাত আছে, যে তুমিই এসব কিছু করেছ, প্রভু।
28 ওরা অভিশাপ দিক, তুমি কিন্তু, ওগো, আশীর্বাদ কর, উঠে দাঁড়িয়ে ওরা লজ্জায় পড়ুক, তোমার দাস কিন্তু আনন্দিত হোক ;
29 আমার অভিযোক্তারা অপমানে পরিবৃত হোক, আলোয়ানের মত লজ্জা ওদের জড়িয়ে ধরুক।
30 আমার মুখে উচ্চকণ্ঠে জেগে উঠুক প্রভুর স্তুতি, সবার মাঝে করব তাঁর প্রশংসাবাদ;
31 কেননা বিচারকদের হাত থেকে নিঃয়ের প্রাণ ত্রাণ করার জন্য তিনি দাঁড়িয়েছেন তার ডান পাশে।