Index

সামসঙ্গীত - Chapter 111

1 আল্লেলুইয়া!
সমস্ত হৃদয় দিয়ে আমি করব প্রভুর স্তুতিবাদ
ন্যায়নিষ্ঠদের সভায়, জনসমাবেশে।
2 প্রভুর কর্মকীর্তি সুমহান,
যারা তাতে প্রীত, তারা করে তার মর্মধ্যান।
3 তাঁর কাজসকল প্রভা ও মহিমামণ্ডিত!
তাঁর ধর্মময়তা চিরস্থায়ী।
4 তিনি তাঁর আশ্চর্য কর্মকীর্তির এক স্মৃতিচিহ্ন দেন,
প্রভু দয়াবান, স্নেহশীল ।
5 যারা তাঁকে ভয় করে, তিনি তাদের খাদ্য দান করেন,
আপন সন্ধির কথা তিনি স্মরণে রাখেন চিরকাল।
6 বিজাতীয়দের উত্তরাধিকার তাঁর আপন জনগণকে দিয়ে
তিনি তাদের কাছে ব্যস্ত করেছেন আপন কর্মকীর্তির প্রতাপ ।
7 তাঁর হাতের কর্মকীর্তি বিশ্বস্ততা ও ন্যায়বিচার- মণ্ডিত,
তাঁর সকল আদেশ বিশ্বাসযোগ্য,
8 তা দৃঢ়প্রতিষ্ঠিত চিরদিন চিরকাল ধরে,
বিশ্বস্ততা ও ন্যায়নীতিতেই সাধিত ।
9 তাঁর আপন জাতির কাছে তিনি মুক্তি পাঠিয়ে দিলেন,
আপন সন্ধি জারি করলেন চিরকালের মত ;
তাঁর নাম পবিত্র, ভয়ঙ্কর,
10 প্রভূভয়ই প্রজ্ঞার সূত্রপাত।
সেই আদেশগুলির সাধক যারা, তারা সুবিবেচক।
তাঁর প্রশংসা চিরস্থায়ী।