Index

সামসঙ্গীত - Chapter 135

1 আল্লেলুইয়া !
প্রশংসা কর প্রভুর নাম,
তাঁর প্রশংসা কর তোমরা যারা প্রভুর সেবক :
2 তোমরা যারা থাক প্রভুর গৃহে,
আমাদের পরমেশ্বরের গৃহের প্রাঙ্গণে।
3 প্রভুর প্রশংসা কর—প্রভু যে মঙ্গলময়,
তাঁর নামের উদ্দেশে স্তবগান কর, কারণ তা মনোরম।
4 যাকোবকে নিজেরই জন্য বেছে নিয়েছেন প্রভু,
ইস্রায়েলকে বেছে নিয়েছেন নিজস্ব অধিকাররূপে।
5 আমি তো জানি, প্রভু মহান,
সব দেবতার ঊর্ধ্বেই আমাদের প্রভু।
6 প্রভু যা ইচ্ছা করেন, সেই সবই সাধন করেন,
আকাশে ও পৃথিবীতে, সাগরে ও তার সব অতল দেশে ।
7 পৃথিবীর প্রান্তসীমা থেকে তিনি মেঘমালা উঠিয়ে আনেন,
বৃষ্টির জন্য বিদ্যুৎ গড়েন,
তাঁর ভাণ্ডার থেকে বের করে আনেন বাতাস ।
8 তিনি মিশরের মানুষ কি পশুর
প্রথমজাতদের আঘাত করলেন ।
9 হে মিশর, তোমার মাঝে, ফারাও ও তার সকল দাসের বিরুদ্ধে,
তিনি পাঠিয়ে দিলেন নানা চিহ্ন, অলৌকিক লক্ষণ।
10 তিনি আঘাত করলেন বহু দেশ,
শক্তিশালী রাজাদের সংহার করলেন-
11 আমোরীয়দের রাজা সিহোন,
বাশানের রাজা ওগ-কে,
এবং কানানের সকল রাজ্যকে সংহার করলেন।
12 ওদের দেশ তিনি দিলেন উত্তরাধিকাররূপে,
তাঁর আপন জাতি ইস্রায়েলের উত্তরাধিকাররূপে।
13 প্রভু, তোমার নাম চিরস্থায়ী,
প্রভু, তোমার স্মৃতি যুগযুগস্থায়ী।
14 প্রভু যে তাঁর আপন জাতির সুবিচার করেন,
তাঁর আপন দাসদের প্রতি তিনি দয়াময়।
15 বিজাতীয়দের দেবমূর্তিগুলি রুপো আর সোনা,
মানুষেরই হাতে গড়া
16 মুখ আছে, তবু কিছুই বলে না,
চোখ আছে, তবু দেখে না,
17 কান আছে, তবু শোনে না,
মুখেও সেগুলির নিশ্বাস নেই।
18 সেগুলির মত হোক তারা, সেগুলি গড়ে যারা,
তারা সকলেই, সেগুলিতে ভরসা রাখে যারা।
19 ইস্রায়েলকুল, বল: প্রভু ধন্য;
আরোনফুল, বল প্রভু ধন্য
20 লেবিকুল, বল প্রশ্ন ধন্য
প্রভুভীরু সকল, বল : প্রভু ধন্য।
21 সিয়োন থেকে বলা হোক। প্রভু ধন্য,
তিনি যেরুসালেমে বসবাস করেন।
আল্লেলুইয়া!