2 পরমেশ্বর, নিজ কানেই শুনেছি— আমাদের পিতৃগণ আমাদের বলেছেন সেই সমস্ত কর্মের কথা যা তুমি সাধন করেছিলে তাঁদের আমলে, সেই প্রাচীনকালে।
3 তাঁদের প্রতিষ্ঠিত করতে তুমি বিজাতিদের তাড়িয়েছিলে নিজেরই হাতে, তাঁদের সমৃদ্ধি দিতে তুমি জাতিসকলকে ছিন্নভিন্ন করেছিলে।
4 তাঁরা এই দেশ দখল করেছিলেন নিজেদের খাবলে নয়, তাঁদের বাহু যে তাঁদের জয়ী করেছিল, তাও তো নয় ; তোমার ডান হাত, তোমার বাহু, তোমার শ্রীমুখেরই আলো তা করল, কারণ তাঁদের প্রতি তুমি প্রসন্নই ছিলে।
5 হে পরমেশ্বর, তুমিই যে আমার রাজা, আজ্ঞা কর, যাকোব করবে জয়লাভ!
6 আমরা আমাদের বিপক্ষদের পিছিয়ে দিই তোমারই দ্বারা, আমাদের শত্রুদের মাড়িয়ে দিই তোমারই নামগুণে।
7 আমার ধনুকে আমি তো ভরসা রাখি না, আমার খড়াও আমাকে ত্রাণ করে না,
8 তুমিই বিপক্ষদের হাত থেকে আমাদের ত্রাণ কর, আমাদের বিদ্বেষীদের লজ্জিত কর।
9 আমরা পরমেশ্বরে গর্ব করি সারাদিন, তোমার নামের স্তুতি করি চিরকাল।
10 কিন্তু এখন তুমি আমাদের পরিত্যাগ করেছ, করেছ অপমানের পাত্র, তুমি আর বেরিয়ে যাও না আমাদের সেনাবাহিনীর সঙ্গে ;
11 বিপক্ষদের সামনে পিছিয়ে যেতে আমাদের বাধ্য করলে, আমাদের বিদ্বেষীরা লুণ্ঠন করে আমাদের সম্পদ।
12 তুমি আমাদের তুলে দিয়েছ জবাইখানার মেঘের মত, আমাদের ছড়িয়ে দিয়েছ বিজাতিদের মাঝে ;
13 তোমার আপন জাতিকে বিক্রি করেছ বিনামূল্যেই যেন, সেই মূল্যে তোমার হয়নি কোন লাভ।
14 প্রতিবেশীদের কাছে আমাদের করেছ অপবাদের পাত্র, আশেপাশের লোকদের কাছে উপহাস ও বিদ্রূপের বস্তু ;
15 বিজাতীয়দের কাছে আমাদের করেছ তামাশার বিষয়, জাতিসকল অবজ্ঞায় মাথা নাড়ে।
16 বিদ্রূপকারী ও নিন্দুকদের ডাকে, প্রতিশোধকামী শত্রুদের সামনে
17 আমার অপমানের কথা সামনেই রয়েছে সারাদিন, লজ্জায় ঢেকে যায় আমার মুখ।
18 আমাদের প্রতি এসব কিছু ঘটেছে এখন, অথচ তোমাকে ভুলে গেছিলাম এমন নয়, অবিশ্বস্তও ছিলাম না কো তোমার সন্ধির প্রতি।
19 পিছন ফিরে তাকায়নি আমাদের হৃদয়, আমাদের পদক্ষেপ কখনও সরে যায়নি তোমার পথ ছেড়ে।
20 তবুও তুমি এখন শিয়ালের আস্তানায় আমাদের করেছ চূর্ণ, আমাদের আচ্ছন্ন করেছ মৃত্যু-ছায়ায়।
21 আমরা যদি ভুলে যেতাম আমাদের পরমেশ্বরের নাম, যদি অঞ্জলি প্রসারিত করতাম বিদেশী কোন দেবতার প্রতি,
22 তবে পরমেশ্বর কি তা দেখতেন না? তিনি তো জানেন হৃদয়ের যত গোপন গতি।
23 তোমার খাতিরেই তো আমরা সারাদিন মৃত্যুর সম্মুখীন, বধ্য মেষেরই মত গণ্য।
24 জাগ! কেন ঘুমিয়ে রয়েছ, প্রভু? নিদ্রাভঙ্গ হও ; আমাদের পরিত্যাগ করো না চিরকাল ধরে।
25 কেন লুকিয়ে রাখছ শ্রীমুখ ? কেনই ভুলে থাকছ আমাদের এ দশা, এ নিপীড়ন?
26 ধুলায় তো তলিয়ে আছে আমাদের প্রাণ, মাটিতে লেগে আছে আমাদের দেহ।
27 উত্থিত হও, আমাদের সহায়তা কর, তোমার কৃপার দোহাই সাধন কর আমাদের মুক্তিকর্ম !