Index

সামসঙ্গীত - Chapter 48

1 আমাদের পরমেশ্বরের নগরীতে প্রভু মহান, মহাপ্রশংসনীয়।
2 তাঁর সেই পবিত্র পর্বত, সেই সুন্দর উঁচুস্থানই সারা পৃথিবীর আনন্দের আধার। উত্তরপ্রান্তে ওই সিয়োন পর্বত—ওই তো মহান রাজার রাজপুর।
3 তার দুর্গশ্রেণীর মাঝে পরমেশ্বর যেন দুর্গরূপেই দর্শন দিলেন।
4 ওই দেখ, রাজারা সম্মিলিত হয়ে একসঙ্গে এগিয়ে এলেন ;
5 দেখেই তাঁরা স্তম্ভিত হলেন, সন্ত্রস্ত হয়ে পালিয়ে গেলেন।
6 ওখানে তাঁদের অন্তরে জাগল শিহরণ, প্রসবিনী নারীর যন্ত্রণাই যেন,
7 যেন পুব বাতাসের আঘাতে ভেঙে যায় তার্সিসের যত জাহাজ।
8 যেমনটি শুনেছিলাম, তেমনি দেখেছি আমরা সেনাবাহিনীর প্রভুর নগরীতে, আমাদের পরমেশ্বরের নগরীতে—পরমেশ্বর তা দৃঢ়প্রতিষ্ঠিত রাখলেন চিরকালের মত।
9 তোমার মন্দিরে আমরা তোমার কৃপার কথা ধ্যান করি, পরমেশ্বর,
10 তোমার নামের মত, পরমেশ্বর, তোমার প্রশংসাও পৃথিবীর চারপ্রান্তে পরিব্যাপ্ত, তোমার ডান হাত ধর্মময়তায় পরিপূর্ণ।
11 সিয়োন পর্বত আনন্দিত, তোমার বিচারগুলির জন্য ঘুদা-কন্যারা উল্লসিত।
12 ঘুরে ঘুরে তোমরা সিয়োন প্রদক্ষিণ কর, তার দুর্গমিনার গুনে দেখ,
13 ভাল করে দেখ তার সব প্রাকার, তার দুশ্রেণী পরিদর্শন কর, আগামী প্রজন্মের মানুষকে একথা যেন বলতে পার—
14 ইনিই তো পরমেশ্বর, আমাদের পরমেশ্বর চিরদিন চিরকাল, যিনি মৃত্যুর ওপারে আমাদের চালিত করবেন।