Index

সামসঙ্গীত - Chapter 114

1 ইস্রায়েল যখন মিশর ছেড়ে চলে এল,
যাকোবকুল যখন ভিন্নভাষী এক জাতিকে ছেড়ে চলে এল,
2 যুদা তখন হয়ে উঠল তাঁর পবিত্রধাম,
ইস্রায়েল তাঁর রাজ্যভূমি।
3 তা দেখে পালিয়ে গেল সাগর,
উজানে বইল যদন,
4 পাহাড়পর্বত লাফিয়ে উঠল মেষের মত,
উপপর্বত মেষশাবকের মত ।
5 তোমার কী হল, সাগর, যে তুমি পালিয়ে যাচ্ছ?
তোমার কী হল, যদন, যে তুমি উজানে বইছ?
6 হে পাহাড়পর্বত, কেন তোমরা লাফিয়ে উঠছ মেষের মত?
আর তোমরা, উপপর্বত, মেষশাবকের মত?
7 হে পৃথিবী, কম্পিত হও প্রভুর সামনে,
যাকোবের সেই পরমেশ্বরের সামনে,
8 যিনি শৈলকে পরিণত করেন জলাশয়ে,
পাথরকে জলের উৎসধারায়।