Index

সামসঙ্গীত - Chapter 11

1 আমি প্রভুতেই নিয়েছি আশ্রয় ;
কী করে তোমরা আমাকে বল :
“হে পাখি, পালিয়ে যাও তোমার পর্বতের দিকে?
2 দেখ, ধনুক বেঁকিয়ে দুর্জনেরা ছিলায় লাগাচ্ছে তাঁর
অন্ধকারে সরলহৃদয়দের বিদ্ধ করবে ব'লে।
3 ভিত্তি ভেঙে পড়লে, ধার্মিক আর কীবা করতে পারে?
4 প্রভু তাঁর পবিত্র মন্দিরে বিরাজিত,
প্রভু তাঁর স্বর্গীয় সিংহাসনে সমাসীন।
তাঁর চোখ লক্ষ রাখে,
তাঁর দৃষ্টি আদমসন্তানদের পরীক্ষা করে।
5 ধার্মিক কি দুর্জন সকলকেই প্রভু পরীক্ষা করেন,
কিন্তু যারা হিংসা ভালবাসে, তাঁর প্রাণ তাদের ঘৃণা করে;
6 দুর্জনদের উপর তিনি ঝরাবেন জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত গন্ধক,
উত্তপ্ত ঝঞ্ঝাই হবে তাদের পানপাত্রের অংশ।
7 কারণ প্রভু ধর্মময়, তিনি ধর্মময়তা ভালবাসেন,
ন্যায়নিষ্ঠ মানুষই পাবে তাঁর শ্রীমুখের দর্শন।