1 আমি প্রভুর কৃপাধারার কথা গাইব চিরকাল, নিজ মুখেই তোমার বিশ্বস্ততার কথা প্রচার করব যুগে যুগান্তরে ;
2 হ্যাঁ, আমি বলেছি, 'তোমার কৃপা চিরস্থায়ী, তোমার বিশ্বস্ততা স্বর্গে দৃঢ়প্রতিষ্ঠিত।'
3 আমার মনোনীতজনের সঙ্গে আমি সন্ধি করেছি স্থাপন, আমার দাস দাউদের কাছে করেছি শপথ ;
4 তোমার বংশ আমি করব চিরপ্রতিষ্ঠিত, তোমার সিংহাসন করব যুগযুগস্থায়ী।'
5 প্রভু, স্বর্গ করে তোমার আশ্চর্য কাজের স্তুতি, করে তোমার বিশ্বস্ততার স্তুতি পবিত্রজনদের সমাবেশে।
6 ঊর্ধ্বলোকে কেইবা প্রভুর সঙ্গে তুলনা করতে পারে? দেবসন্তানদের মধ্যে কেইবা প্রভুর মত?
7 পবিত্রজনদের সভায় ঈশ্বর ভয়ঙ্কর, যারা তাঁর চারপাশে রয়েছে, তাদের মধ্যে তিনি মহান, ভীতিপ্রদ।
8 কেইবা তোমার মত, প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর ? শক্তিমান তুমি, প্রভু; তোমার বিশ্বস্ততা চারদিকে তোমায় ঘিরে।
9 তুমিই সাগরের গর্ব শাসন কর, তুমিই তার উত্তাল তরঙ্গমালা প্রশমিত কর ;
10 তুমিই সেই রাহাবকে মৃতদেহের মতই চূর্ণ করলে তোমার বাহুবলে তোমার শত্রুদের ছড়িয়ে দিলে।
11 আকাশ তোমার, পৃথিবীও তোমার, তুমিই জগৎ ও জগতের সমস্ত কিছু স্থাপন করলে ;
12 তুমিই সৃষ্টি করলে শাফোন ও আমানুস, ত Tabor ও হার্মোন তোমার নামে করে আনন্দগান।
13 তোমার বাহুর কী পরাক্রম ! তোমার হাত শক্তিশালী, তোমার ডান হাত উত্তোলিত।
14 ধর্মময়তা ও ন্যায় তোমার সিংহাসনের ভিত, কৃপা ও বিশ্বস্ততা অগ্রণী তোমার।
15 সুখী সেই জাতি, যে তোমার জয়ধ্বনি জানে, যে তোমার শ্রীমুখের আলোতে চলে, প্রভু।
16 তোমার নামেই তারা আনন্দে মেতে থাকে সারাদিন ধরে, তোমার ধর্মময়তায় উন্নীত হয়।
17 তুমিই তো আমাদের শক্তির কান্তি, তোমার প্রসন্নতায় তুমি আমাদের শক্তি উন্নীত কর।
18 কারণ আমাদের ঢাল, তা তো প্রভুরই, আমাদের রাজা, তিনিও তো ইয়ায়েলের সেই পবিত্রজনের।
19 এককালে দর্শন দিয়ে কথা ব'লে তুমি একথা বলেছিলে তোমার ভক্তজনদের কাছে : 'একটি যোদ্ধার চেয়ে একটি ছেলেকেই আমি রাজা করলাম, জনগণের মধ্য থেকে একটি যুবককে উন্নীত করলাম।
20 আমার দাস দাউদের পেয়েছি সন্ধান, তাকে অভিষিক্ত করেছি আমার পবিত্র তেলে ;
21 তাই আমার হাত তার সঙ্গে সদাই দৃঢ় থাকবে, আমার বাহু তাকে করে তুলবে শক্তিশালী।
22 কোন শত্রু তাকে বশীভূত করতে পারবে না, কোন দুষ্কর্মাও তাকে অত্যাচার করতে পারবে না।
23 আমি তার সামনেই তার বিপক্ষদের চূর্ণ করব, তার বিদ্বেষীদের আঘাত করব।
24 আমার বিশ্বস্ততা ও আমার কৃপা তার সঙ্গে থাকবে, আমার নামে তার শক্তি উন্নীত হবে।
25 সাগরের উপর প্রসারিত করব তার হাত, নদনদীর উপর তার ডান হাত।
26 সে আমাকে ডাক দিয়ে বলবে, “তুমিই আমার পিতা, আমার ঈশ্বর, আমার ত্রাণশৈল তুমি।”
27 তাই আমি তাকে আমার প্রথমজাত পুত্রই করে তুলব, করে তুলব পৃথিবীর রাজাদের মধ্যে সর্বোচ্চ রাজা।
28 আমার কৃপা আমি তার জন্য রক্ষা করব চিরকাল, আমার সন্ধি তার জন্য থাকবে অবিচল।
29 তার বংশ আমি করব চিরস্থায়ী, তার সিংহাসন করব আকাশের আয়ুর মত।
30 তার সন্তানেরা যদি ত্যাগ করে আমার বিধান, যদি না চলে আমার নির্দেশমতে,
31 তারা যদি লঙ্ঘন করে আমার বিধিমালা, যদি না মেনে চলে আমার আজ্ঞাবলি,
32 তাহলে বেতের আঘাতে আমি তাদের অন্যায়ের যোগ্য শাস্তি দেব, তাদের শঠতার জন্য তাদের কশাঘাত করব।
33 আমি কিন্তু তার কাছ থেকে আমার কৃপা অপসারণ করব না, আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না।
34 আমার সন্ধি আমি লঙ্ঘন করবই না, আমার ওষ্ঠ যা উচ্চারণ করেছে, তার অন্যথা হতে দেবই না।
35 আমার আপন পবিত্রতার দিব্যি দিয়ে একবারই করেছি শপথ, আমি নিশ্চয়ই দাউদের কাছে মিথ্যা বলব না।
36 তার বংশ হবে চিরস্থায়ী, তার সিংহাসন আমার সামনে হবে সূর্যের মত,
37 চন্দ্রের মত চিরপ্রতিষ্ঠিত, ঊর্ধ্বলোকে বিশ্বস্ত সাক্ষী যেন।'
38 অথচ তুমি তাঁকে ত্যাগই করেছ, করেছ প্রত্যাখ্যান, তোমার তৈলাভিষিক্তজনের উপর তুমি কুপিত হলে।
39 ভঙ্গ করেছ তোমার দাসের সঙ্গে তোমার সন্ধি, তাঁর মুকুট দুলায় করেছ কলুষিত।
40 তুমি ভেঙে দিয়েছ তাঁর সকল প্রাচীর, ধ্বংসস্তূপই করেছ তাঁর যত দুর্গ,
41 তাঁকে লুণ্ঠন করেছে সকল পথিক, প্রতিবেশীদের কাছে তিনি হয়েছেন অপবাদের পাত্র।
42 তুমি উন্নীত করেছ তাঁর বিপক্ষদের ডান হাত, তাঁর সকল শত্রুকে দিয়েছ আনন্দ করতে।
43 ভোতা করেছ তাঁর খড়ের ধার, সংগ্রামেও তাঁর অবলম্বন হওনি।
44 তুমি কেড়ে নিয়েছ তাঁর প্রভা, মাটিতে ফেলে দিয়েছ তাঁর সিংহাসন।
45 কমিয়ে দিয়েছ তাঁর যৌবনের আয়ু, তাঁকে পরিয়েছ লজ্জার আবরণ।
46 আর কতকাল, প্রভু? তুমি কি লুকিয়ে থাকবে চিরদিন? তোমার রোষ কি জ্বলতে থাকবে আগুনের মত ?
47 মনে রেখ কত ক্ষণস্থায়ী আমার জীবন; কোন্ অসার উদ্দেশ্যে তুমি আদমসন্তানদের সৃষ্টি করলে?
48 মৃত্যু কখনও না দেখে জীবিতই থাকবে, কেবা তেমন মানুষ? কে পারবে পাতালের হাত থেকে নিজেকে নিষ্কৃতি দিতে?
49 প্রভু, কোথায় তোমার কৃপার সেই অতীতের কথা, যা তুমি তোমার বিশ্বস্ততার দিব্যি দিয়ে শপথ করেছিলে দাউদের কাছে?
50 মনে রেখ, প্রভু, তোমার দাসদের অপমান, বুকে আমিই সইছি সকল জাতির সেই অপমানের কথা,
51 সেই যে সমস্ত অপমানে তোমার শত্রুরা অপমান করছে, প্রভু, অপমান করছে তোমার তৈলাভিষিক্তজনের পদক্ষেপ।
52 ধন্য প্রভু চিরকাল! আমেন, আমেন।