1 দাউদের রচনা। সামসঙ্গীত। আমি গান করব কৃপা ও ন্যায়ের কথা, তোমার উদ্দেশে, প্রভু, তুলব বাদ্যের ঝঙ্কার।
2 নিখুঁত পথে প্রবুদ্ধ হয়ে চলব, তুমি কবে আমার কাছে আসবে?
3 ঘরে আমি অন্তরের সততায় আচরণ করব, চোখের সামনে রাখব না অধর্মের কোন কাজ ; আমি ধর্মত্যাগীকে ঘৃণা করি, সে আমাকে আঁকড়ে থাকবে না।
4 যার অন্তর কুটিল, সে আমা থেকে দূরে থাকুক, আমি কোন দুষ্কর্মাকে চিনব না।
5 গোপনে যে পরনিন্দা করে, আমি তাকে স্তব্ধ করে দেব ; যার চোখ গর্বোদ্ধত, অন্তর দর্পিত, আমি তাকে সহ্য করব না।
6 আমার দৃষ্টি দেশের বিশ্বস্ত মানুষের প্রতি, তারাই যেন আমার সঙ্গে থাকে— যে নিখুঁত পথে চলে, সে হবে আমার দাস।
7 কোন প্রতারক আমার ঘরে আসন পাবে না ; কোন মিথ্যাবাদী আমার চোখের সামনে দাঁড়াতে পারবে না।
8 প্রতিদিন সকালে আমি দেশের সকল দুর্জনকে স্তব্ধ করে দেব, প্রতিটি অপকর্মাকে যেন প্রভুর নগরী থেকে উচ্ছেদ করতে পারি।