Index

সামসঙ্গীত - Chapter 128

1 সুখী সেই সকলে, যারা প্রভুকে করে ভয়,
যারা তাঁর সমস্ত পথে চলে।
2 তুমি খাবে তোমার দু'হাতের শ্রমফলে,
তোমার হবে সুখ, হবে মঙ্গল।
3 তোমার বধূ উর্বরা আঙুরলতার মত
তোমার গৃহের অন্তঃপুরে ;
তোমার পুত্রেরা জলপাই-চারার মত
তোমার ভোজনপাট ঘিরে।
4 যে প্রভুকে করে ভয়,
তেমন আশিসেই ধন্য হবে সেই মানুষ।
5 প্রভু সিয়োন থেকে তোমাকে আশীর্বাদ করুন :
তুমি যেন যেরুসালেমের মঙ্গল দেখতে পাও
তোমার জীবনের সমস্ত দিন;
6 তুমি যেন তোমার সন্তানদের সন্তানসন্ততিদের দেখতে পাও।
ইস্রায়েলের উপর শান্তি বিরাজ করুক।