Index

সামসঙ্গীত - Chapter 67

1 পরমেশ্বর আমাদের দয়া করুন, আমাদের আশীর্বাদ করুন, আমাদের উপর আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন,
2 যেন পৃথিবীতে জ্ঞাত হয় তোমার পথ, সকল দেশের মাঝে তোমার পরিত্রাণ।
3 জাতিসকল তোমার স্তুতি করুক, পরমেশ্বর, সর্বজাতি করুক তোমার স্তুতি।
4 মহোল্লাসে আনন্দগান করুক সকল দেশ, তুমি যে ন্যায়ের সঙ্গেই জাতিসকল বিচার কর, পৃথিবীতে যত দেশ চালিত কর।
5 জাতিসকল তোমার স্তুতি করুক, পরমেশ্বর, সর্বজাতি করুক তোমার স্তুতি।
6 এই দেশভূমি দিয়েছে তার আপন ফসল। পরমেশ্বর, আমাদের পরমেশ্বর আমাদের আশীর্বাদ করুন।
7 পরমেশ্বর আমাদের আশীর্বাদ করুন, তাঁকে ভয় করুক পৃথিবীর সকল প্রান্ত।