Index

সামসঙ্গীত - Chapter 106

1 আল্লেলুইয়া ! প্রভুকে ধন্যবাদ জানাও, তিনি যে মঙ্গলময়, তাঁর কৃপা যে চিরস্থায়ী।
2 কেইবা প্রভুর শত পরাক্রমের কাহিনী বলতে পারে? কেইবা শোনাতে পারে তাঁর সমস্ত প্রশংসাবাদ!
3 সুখী তারা, যারা ন্যায় মেনে চলে, যারা অনুক্ষণ ধর্মময়তা বজায় রেখে চলে।
4 তোমার জাতির প্রতি প্রসন্ন হয়ে আমাকে স্মরণে রেখ, প্রভু, তোমার পরিত্রাণদানে আমাকে দেখতে এসো,
5 আমি যেন তোমার মনোনীতদের মঙ্গল দেখতে পাই, যেন তোমার জনগণের আনন্দ নিয়ে আনন্দ করতে পারি, যেন গর্ব করতে পারি তোমার উত্তরাধিকারের সঙ্গে।
6 আমাদের পিতৃগণের মত আমরাও করেছি পাপ, করেছি শঠতা, করেছি দুষ্কর্ম।
7 মিশরে আমাদের পিতৃগণ বুঝতে পারেনি তোমার সমস্ত আশ্চর্য কাজ। তারা স্মরণে রাখেনি তোমার অসংখ্য কৃপার কীর্তি, সাগর তীরে—সেই লোহিত সাগর তীরে বিদ্রোহ করল।
8 কিন্তু আপন পরাক্রম প্রকাশ করার জন্য তিনি আপন নামের খাতিরে তাদের পরিত্রাণ করলেন।
9 তিনি ধমক দিলেই লোহিত সাগর শুষ্ক হল, তিনি সাগরতলের মধ্য দিয়ে যেন প্রান্তরের মধ্য দিয়েই তাদের নিয়ে চললেন,
10 বিদ্বেষীর হাত থেকে তাদের পরিত্রাণ করলেন, শত্রুর হাত থেকে তাদের মুক্ত করলেন।
11 জলরাশি তাদের প্রতিপক্ষদের ঢেকে দিল, তাদের একজনও বাঁচতে পারল না।
12 তারা তখন তাঁর বাণীতে বিশ্বাস রাখল, গাইল তাঁর প্রশংসাগান।
13 অথচ তারা শীঘ্রই ভুলে গেল তাঁর কর্মসকল, তাঁর প্রকল্পে প্রত্যাশা রাখল না ;
14 প্রান্তরে কত না বাসনায় আসক্ত হল, মরুদেশে ঈশ্বরকে যাচাই করল।
15 তারা যা যা চাইল, তিনি তা তাদের দিলেন, কিন্তু তাদের ফেলে দিলেন ক্ষয়রোগের হাতে ;
16 তারা তাঁবুতে তাঁবুতে বসে মোশীর প্রতি ও প্রভুর সেই পবিত্রজন আরোনের প্রতি ঈর্ষান্বিত হল।
17 খুলে গেল পৃথিবী, দাগানকে গ্রাস করে নিল, আবিরামের দলকে ঢেকে দিল।
18 আগুন জ্বলে উঠল তাদের দলের মাঝে, দুর্জনদের পুড়িয়ে ফেলল আগুনের শিখা।
19 হোরেব পর্বতে তারা একটা বাছুর তৈরি করল, ঢালাই করা মূর্তির সামনে প্রণত হল।
20 তৃণভোজী একটা বৃষের বিগ্রহের সঙ্গে তারা বিনিময় করল তাদের গৌরব।
21 ভুলে গেল তারা সেই ঈশ্বরকে যিনি ত্রাণ করেছিলেন তাদের, যিনি মিশরে সাধন করেছিলেন মহাকীর্তিকলাপ,
22 হাম দেশে কতগুলো আশ্চর্য কাজ, লোহিত সাগর তীরে ভয়ঙ্কর কীর্তিকলাপ।
23 তিনি তাদের ধ্বংস করবেন বলে স্থির করেছিলেন, যদি না তাঁর সেই মনোনীতজন মোশী প্রাচীরের ফাটলে না দাঁড়াতেন তাঁর সম্মুখীন হয়ে তাদের ধ্বংসের কথা থেকে যেন তাঁর রোষ ফেরাতে পারেন।
24 লোভনীয় এক দেশ তারা উপেক্ষা করল, তাঁর বাণীতে বিশ্বাস রাখল না।
25 তাঁবুতে তাঁবুতে বসে গড়গড় করল, প্রভুর প্রতি বাধ্য হল না।
26 তাই তিনি তাদের বিরুদ্ধে হাত তুলে শপথ করলেন— প্রান্তরে তাদের ভূলুণ্ঠিত করবেন,
27 ভূলুণ্ঠিত করবেন তাদের বংশ বিজাতিদের মাঝে, পৃথিবীর চারদিকেই তাদের ছড়িয়ে দেবেন।
28 তারা বায়াল-পেওরের জোয়ালে নিজেদের বশীভূত করল, খেল মৃতদের বলিদান,
29 অমন কাজ ক'রে তাঁকে ক্ষুব্ধ করে তুলল, তাই তাদের মধ্যে দেখা দিল মড়ক।
30 কিন্তু ফিনেয়াস দাঁড়িয়ে মধ্যস্থতা করলেন আর এতে থেমে গেল মড়ক,
31 একাজের জন্য তিনি ধর্মময় বলে গণ্য হলেন যুগে যুগে চিরকাল ধরে।
32 মেরিবার জলাশয়েও তারা তাঁকে ক্রুদ্ধ করল, আর তাদের এই অপরাধের জন্য মোশীরও অনিষ্ট ঘটল—
33 কেননা তারা তাঁর আত্মা তিক্ত করল, আর তিনি বলে ফেললেন অনুচিত কথা।
34 তারা বিজাতিদের ধ্বংস করল না, যেমনটি প্রভু তাদের করতে বলেছিলেন,
35 বরং বিজাতীয়দের সঙ্গে ঘনিষ্ঠতাই করল, শিখতে লাগল ওদের কর্মসকল।
36 তারা ওদের দেবমূর্তিগুলি পূজা করল, আর এগুলি হল তাদের ফাঁদ।
37 তারা আপন পুত্রকন্যাদের অপদেবতাদের প্রতি বলিরূপে উৎসর্গ করল।
38 তারা ঝরাল নির্দোষের রক্ত, আপন পুত্রকন্যাদেরই রক্ত, কানানীয় দেবমূর্তির প্রতি তাদের বলিরূপে উৎসর্গ করল, সেই রক্তধারায় দেশ অশুচি হল।
39 তেমন কাজ করে তারা নিজেদের কলুষিত করল, তাদের ব্যবহার ছিল ব্যভিচার যেন।
40 তাঁর আপন জাতির উপর জ্বলে উঠল প্রভুর ক্রোধ, তাঁর আপন উত্তরাধিকার হল তাঁর বিতৃষ্ণার পাত্র।
41 তিনি তাদের ছেড়ে দিলেন বিজাতীয়দের হাতে, তাদের বিদ্বেষীরাই তাদের উপর চালাল শাসন।
42 তাদের শত্রুরা তাদের নিপীড়ন করল, তাদের হাতের অধীনে তাদের নমিত হতে হল।
43 তিনি বারবার তাদের উদ্ধার করলেন, তারা কিন্তু ইচ্ছা করেই বিদ্রোহ করল, নিজেদের শঠতায় নিমজ্জিত হল।
44 তবুও তাদের চিৎকার শোনামাত্রই তিনি তাদের দুর্দশার দিকে চেয়ে দেখলেন।
45 তিনি স্মরণ করলেন তাদের সঙ্গে তাঁর সেই সন্ধির কথা, তাঁর মহাকৃপায় তিনি দয়ায় বিগলিত হলেন।
46 তিনি এমনটি করলেন—যারা তাদের বন্দিদশায় রেখেছিল, তাদের কাছে তারা যেন করুণা পেতে পারে।
47 আমাদের ত্রাণ কর গো প্রভু, আমাদের পরমেশ্বর, বিজাতিদের মধ্য থেকে আমাদের সংগ্রহ কর আমরা যেন তোমার পবিত্র নামের প্রতি ধন্যবাদ জানাতে পারি, গর্ব করতে পারি তোমার প্রশংসাগানে।
48 ধন্য গ্রন্থ, ইস্রায়েলের পরমেশ্বর, অনাদিকাল থেকে চিরকাল ধরে। গোটা জনগণ বলুক, আমেন! আল্লেলুইয়া !