1 আমরা তোমাকে ধন্যবাদ জানাই, পরমেশ্বর, তোমাকে জানাই ধন্যবাদ ; নিকটবর্তী—এ-ই তোমার নাম, তোমার আশ্চর্য কর্মকীর্তি সঙ্কীর্তিত।
2 হ্যাঁ, আমারই নিরূপিত সময়ে আমি সততার সঙ্গে বিচার সম্পাদন করব।
3 টলমল হয়ে উঠুক জগৎ ও তার সকল অধিবাসী, আমিই তার স্তম্ভ ধরে রাখি অবিচল।
4 দাম্ভিকদের আমি বলি, 'দম্ভ করো না,' দুর্জনের বলি, 'মাথা উঁচু করো না,
5 মাথা উঁচু করো না ঊর্ধ্বলোকের দিকে, কথা বলো না উদ্ধৃতভাবে।'
6 পুব থেকে নয়, পশ্চিম থেকেও নয়, মরুভূমি থেকে নয়, পাহাড়পর্বত থেকেও নয়,
7 পরমেশ্বর থেকেই বরং আসে বিচার, কাউকে তিনি অবনমিত করেন, কাউকে উন্নীত করেন।
8 প্রভুর হাতে একটা পানপাত্র আছে, মসলা-মেশানো সফেন আঙুররসে পূর্ণ সেই পাত্র ; তিনি পাত্র থেকে তা ঢেলে দিচ্ছেন, আর তার তলানি পর্যন্তই খাবে তারা, তারা সকলেই পান করবে পৃথিবীর দুর্জন যারা।
9 আমি কিন্তু উল্লাস করব চিরকাল, যাকোবের পরমেশ্বরের উদ্দেশে করব স্তবগান ;
10 আমি দুর্জনদের স্পর্ধা উচ্ছিন্ন করব, তখন ধার্মিকদের প্রতাপ উন্নীত হবে।