1 প্রভু, তোমাতেই নিয়েছি আশ্রয়, আমাকে যেন কখনও লজ্জা না পেতে হয়। তোমার ধর্মময়তায় আমাকে রেহাই দাও।
2 কান দাও, শীঘ্রই আমাকে উদ্ধার কর। হও তুমি আমার জন্য একটি শৈলাশ্রয়, আমার পরিত্রাণের জন্য একটি দৃঢ় গিরিদুর্গ।
3 তুমিই তো আমার শৈল, আমার গিরিদুর্গ, তোমার নামের দোহাই আমাকে চালনা কর, দেখাও পথ।
4 আমার জন্য গোপনে পাতা সেই জাল থেকে আমায় বের করে আন, তুমিই তো আশ্রয়দুর্গ আমার।
5 তোমারই হাতে নিজেকে সঁপে দিই, হে প্রভু, সত্যের ঈশ্বর, সাধন কর আমার মুক্তিকর্ম!
6 যারা অলীক দেবমূর্তির সেবা করে, তাদের আমি ঘৃণা করি, আমি কিন্তু প্রভুর উপরেই ভরসা রাখি।
7 তুমি আমার দশা দেখেছ, আমার প্রাণের যত সঙ্কট জেনেছ বলে তোমার এই কৃপার জন্য আমি মেতে উঠব, আনন্দ করব।
8 তুমি আমাকে তুলে দাওনি কো শত্রুর হাতে, বরং উন্মুক্ত স্থানেই রেখেছ আমার চরণ।
9 আমাকে দয়া কর, প্রভু সঙ্কটে পড়ে আছি—চোখ গলা অস্ত্ররাজি আমার, দুঃখে ক্ষীণ হয়ে আসে,
10 আমার জীবন বেদনায়, আমার আয়ুষ্কাল ক্রন্দনে নিঃশেষিত, আমার বল কষ্টে টলমান, আমার হাড় শুষ্ক হয়ে গেছে।
11 আমার সকল বিরোধীর কাছে আমি অপবাদের পাত্র, প্রতিবেশীদের কাছে শঙ্কার বস্তু, পরিচিতদের কাছে মহাবিভীষিকা, পথে আমাকে দেখে সকলে আমা থেকে পালিয়ে যায়।
12 মৃতের মত আমাকে ভুলে গেছে সবাই, আমি হয়েছি ফেলানো একটা পাত্রের মত।
13 শুনি অনেকের কানাকানি, চারদিকে শঙ্কা ভয়। আমার বিরুদ্ধে ওরা একযোগে সঙ্ঘবদ্ধ হয়, আমার প্রাণ নেবার জন্য ষড়যন্ত্র করে।
14 আমি কিন্তু তোমাতে ভরসা রাখি, প্রভু: আমি বলি, 'তুমি আমার পরমেশ্বর,
15 তোমার হাতেই আমার আয়ুষ্কাল,' আমার শত্রুদের, আমার নিপীড়কদের হাত থেকে আমাকে উদ্ধার কর।
16 তোমার দাসের উপর শ্রীমুখ উজ্জ্বল করে তোল, তোমার কৃপায় ত্রাণ কর আমায়।
17 তোমাকে ডেকেছি, প্রভু! আমি লজ্জায় না পড়ি যেন ; দুর্জনেরাই লজ্জায় পড়ুক,
18 ওরাই পাতালে থাকুক নিশ্চুপ। নির্বাক্ হোক মিথ্যাপটু সেই ঠোঁট যা অহঙ্কার ও বিদ্রূপ দেখিয়ে ধার্মিকের বিরুদ্ধে উদ্ধতভাবে কথা বলে।
19 কতই না মহান তোমার সেই মঙ্গলময়তা, প্রভু, যা তাদের জন্য তুমি সঞ্চিত রাখ যারা ভয় করে তোমায়, যা আদমসন্তানদের দৃষ্টিগোচরে তুমি তোমার আশ্রিতজনকে মঞ্জুর কর।
20 মানুষের চক্রান্ত থেকে তুমি আপন শ্রীমুখের নিভৃতে তাদের লুকিয়ে রাখ, জিভের আক্রমণ থেকে তুমি আপন কুটিরেই তাদের নিরাপদে রাখ।
21 ধন্য প্রভূ! সুরক্ষিত নগরে আমার জন্য তিনি সাধন করলেন তাঁর কৃপার আশ্চর্য কীর্তি।
22 বিহ্বল হয়ে আমি বলেছিলাম, “তোমার দৃষ্টি থেকে বিচ্ছিন্ন আমি, তবু যখন তোমার কাছে চিৎকার করলাম, তুমি তখন শুনলে আমার মিনতির কণ্ঠ।
23 প্রভুকে ভালবাস, তাঁর ভক্তজন সবাই, প্রভু আপন বিশ্বস্তদের রক্ষা করেন, কিন্তু অহঙ্কারীর উপর অপর্যাপ্ত প্রতিফল দেন।
24 শক্ত হও, অন্তর দৃঢ় করে তোল তোমরা, তোমরা সকলে, যারা প্রভুর প্রত্যাশায় আছ।