Index

সামসঙ্গীত - Chapter 93

1 প্রভু রাজত্ব করেন,
তিনি মহিমায় পরিবৃত,
প্রভু শক্তিতে পরিবৃত সুসজ্জিত ;
2 জগৎ সত্যিই দৃঢ়প্রতিষ্ঠিত, তা কখনও টলবে না :
তোমার রাজাসন আদি থেকেই দৃঢ়প্রতিষ্ঠিত,
অনাদিকাল থেকেই তুমি বিরাজিত।
3 নদনদী তোলে, প্রভু,
নদনদী তোলে কণ্ঠস্বর,
নদনদী তোলে তর্জন-গর্জন :
4 বিশাল জলরাশির কন্ঠস্বরের চেয়ে মহান,
সাগরের তরঙ্গমালার চেয়েও মহিমময়,
ঊর্ধ্বলোকে প্রশ্ন মহিমময়।
5 তোমার নির্দেশগুলি অতি বিশ্বাসযোগ্য ;
তোমার গৃহে পবিত্রতাই শোভা পায়, প্রভু, চিরদিন।