1 প্রভুকে ধন্যবাদ জানাও, তিনি যে মঙ্গলময়, তাঁর কৃপা চিরস্থায়ী।
2 বলুক ইস্রায়েল, তাঁর কৃপা চিরস্থায়ী।
3 বলুক আরোনকুল, তাঁর কৃপা চিরস্থায়ী।
4 বলুক প্রভুম্ভীরু সকল তাঁর কৃপা চিরস্থায়ী।
5 আমার যন্ত্রণায় আমি প্রভুকে ডাকলাম, প্রভু সাড়া দিয়ে আমাকে আনলেন উন্মুক্ত স্থানে।
6 প্রভু আমার পক্ষে, আমার নেই কোন ভয়, মানুষ আমাকে কীবা করতে পারে?
7 প্রভু আমার পক্ষে, তিনি আমার সহায়, তাই আমি শত্রুদের উপর তাকাতে পারব।
8 মানুষের উপর ভরসা রাখার চেয়ে প্রভুতে আশ্রয় নেওয়া শ্রেয়।
9 ক্ষমতাশালীদের উপর ভরসা রাখার চেয়ে প্রভুতে আশ্রয় নেওয়া শ্রেয়।
10 সকল দেশ ঘিরে ফেলেছিল আমায়, প্রভুর নামেই আমি তাদের টুকরো টুকরো করলাম।
11 তারা ছেকে ধরেছিল, ঘিরে ফেলেছিল আমায়, প্রভুর নামেই আমি তাদের টুকরো টুকরো করলাম।
12 তারা মৌমাছির মত থেকে ধরেছিল আমায়, —কাঁটাঝোপে আগুনেরই মত জ্বলছিল তারা— প্রভুর নামেই আমি তাদের টুকরো টুকরো করলাম।
13 তারা আমাকে জোরেই ঠেলা দিয়েছিল আমি যেন লুটিয়ে পড়ি, প্রভু কিন্তু হলেন আমার সহায়।
14 প্রভুই আমার শক্তি, আমার স্তবগান, তিনি হলেন আমার পরিত্রাণ।
15 ধার্মিকদের তাঁবুতে তাঁবুতে জাগে আনন্দচিৎকার জয়ধ্বনি— প্রভুর ডান হাত পরাক্রম সাধন করল,
16 প্রভুর ডান হাত এবার উত্তোলিত, প্রভুর ডান হাত পরাক্রম সাধন করল।
17 আমি মরব না, জীবিতই থাকব, প্রভুর কর্মকাহিনী বর্ণনা করে যাব।
18 প্রভু কঠোর শাস্তি দিয়েছিলেন আমায়, তবুও আমায় সঁপে দেননি মৃত্যুর হাতে।
19 আমার জন্য খুলে দাও তোমরা ধর্মময়তার তোরণদ্বার, প্রবেশ করে আমি প্রভুকে জানাব ধন্যবাদ।
20 এই তো প্রভুর তোরণদ্বার, এর মধ্য দিয়ে ধার্মিকেরাই প্রবেশ করবে।
21 আমি তোমাকে ধন্যবাদ জানাই, তুমি যে আমাকে দিয়েছ সাড়া, তুমি যে হলে আমার পরিত্রাণ।
22 গৃহনির্মাতারা যে প্রস্তরটি প্রত্যাখ্যান করল, তা তো হয়ে উঠেছে সংযোগপ্রস্তর ;
23 এ কাজ স্বয়ং প্রভুরই কাজ, আমাদের দৃষ্টিতে তা আশ্চর্যময়।
24 এই তো সেই দিন, যা স্বয়ং প্রভুই গড়লেন, এদিন, এসো, মেতে উঠি ; এসো, আনন্দ করি।
25 দোহাই প্রভু, কর গো ত্রাণ ! দোহাই প্রভু, কর গো জয়দান !
26 যিনি প্রভুর নামে আসছেন, তিনি আশিসধন্য প্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি।
27 প্রভুই ঈশ্বর, তিনিই আমাদের আলো দান করেন। শাখাপল্লব হাতে নিয়ে বেদির দুই শিং পর্যন্ত শোভাযাত্রায় সার বেঁধে চল।
28 তুমিই আমার ঈশ্বর, আমি তোমায় জানাই ধন্যবাদ : হে আমার পরমেশ্বর, আমি তোমার বন্দনা করি।
29 প্রভুকে ধন্যবাদ জানাও, তিনি যে মঙ্গলময়, তাঁর কৃপা চিরস্থায়ী।