Index

সামসঙ্গীত - Chapter 88

1 প্রভু, ত্রাপেশ্বর আমার, দিনমানে চিৎকার করলাম, রাতে তোমার সামনে থাকি।
2 আমার প্রার্থনা তোমার সম্মুখে যেতে পারে যেন, কান পেতে শোন আমার বিলাপ।
3 আমার প্রাণ যে দুঃখে ভরা, পাতালের কাছেই পৌঁছে গেছে আমার জীবন।
4 যারা সেই গহ্বরে নেমে যায়, আমি তাদেরই সঙ্গে পরিগণিত, আমি হয়েছি এমন মানুষের মত যার শক্তি নেই।
5 মৃতদের মাঝেই আমার প্রাণ, আমি সমাধি-শায়িত তেমন নিহত লোকদেরই মত, যাদের আর কোন স্মরণ নেই তোমার, তোমার হাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যারা।
6 গর্তের তলায়, অন্ধকারের গর্ভে, অতল গম্ভীরে তুমি আমায় রেখেছ ফেলে ;
7 আমার উপর জমে আছে তোমার রোষ, তোমার ঢেউয়ের আঘাতে আঘাতে জর্জরিত করেছ আমায়।
8 আমা থেকে তুমি আমার বন্ধুদের সরিয়ে দিয়েছ দূরে, আমাকে করেছ তাদের ঘৃণার পাত্র ; আমি তো কারারুদ্ধ, আর পারি না বেরিয়ে যেতে।
9 দুর্দশায় ক্ষীণ হয়ে আসে আমার চোখ। তোমাকে ডাকি, প্রভু, সারাদিন ধরে, তোমার প্রতি আমার দু'হাত বাড়াই।
10 মৃতদেরই জন্য কি তুমি সাধন কর আশ্চর্য কাজ ? ছায়ামূর্তি কি উঠে করতে পারে তোমার স্তুতি ?
11 সমাধিতে হয় কি প্রচারিত তোমার কৃপা ? বিলুপ্তির দেশে কি বিশ্বস্ততা তোমার?
12 অন্ধকারে হয় কি পরিচিত তোমার আশ্চর্য কর্মকীর্তি? বিস্মরণের দেশে কি ধর্মময়তা তোমার ?
13 আমি কিন্তু তোমার কাছে, প্রভু, সাহায্য চেয়ে চিৎকার করি, প্রত্যূষে আমার প্রার্থনা তোমার সম্মুখে যায়।
14 কেন, প্রভু, তুমি ত্যাগ করছ আমার প্রাণ? কেন আমা থেকে লুকিয়ে রাখছ শ্রীমুখ ?
15 তরুণ বয়স থেকেই আমি দুঃখী, মরণমুখী, তোমার বিভীষিকা সহ্য করে আমি সন্ত্রাসিত।
16 তোমার ক্রোধ বয়ে গেছে আমার উপর দিয়ে, তোমার যত আতঙ্ক আমাকে স্তব্ধ করে দিল।
17 সেই সব সারাদিন আমায় ঘিরে ফেলেছে বন্যার মত, আমায় ঘিরে ফেলেছে সব দিক দিয়ে।
18 প্রিয়জন ও বন্ধুকে তুমি আমা থেকে সরিয়ে দিয়েছ দূরে, অন্ধকার একমাত্র সঙ্গী আমার।