1 আরোহণ-সঙ্গীত। দাউদের রচনা।
প্রভু, আমার হৃদয় গর্বিত নয়,
আমার চোখও উদ্ধত নয়।
বিরাট কোন কিছুর পিছনে,
আমার বোধাতীত আশ্চর্যময় কোন কিছুর পিছনে
যাই না কো আমি।
2 আমার প্রাণ বরং আমি শান্ত রাখি,
রাখি নিশ্চুপ ;
মায়ের কোলে দুধ ছাড়ানো শিশুর মত,
দুধ ছাড়ানো তেমন শিশুরই মত আমার প্রাণ ।
3 ইস্রায়েল, প্রভুর প্রতীক্ষায় থাক
এখন থেকে চিরকাল ধরে।