1 প্রভু, পরমেশ্বর আমার, তোমাতেই নিয়েছি আশ্রয়—আমার নির্যাতকের হাত থেকে আমাকে ত্রাণ কর, কর উদ্ধার ;
2 পাছে সিংহের মত সে আমাকে ছিন্ন-বিচ্ছিন্ন করে, উদ্ধারকর্তা না থাকলে দীর্ণ-বিদীর্ণ করে।
3 প্রভু, পরমেশ্বর আমার, আমি যদি এমন কিছু করে থাকি, আমার হাতে যদি কোন অন্যায় থাকে,
4 আমার মিত্রের যদি অপকার করে থাকি, আমার বিরোধীদের সম্পদ যদি অকারণে লুণ্ঠন করে থাকি,
5 তবে শত্রু ধাওয়া করে ধরুক আমার প্রাণ, মাটিতে মাড়িয়ে দিক আমার জীবন, ধুলায় লুটিয়ে দিক আমার সম্মান।
6 ক্রোধভরে উত্থিত হও, প্রভু ! আমার বিরোধীদের কোপের বিরুদ্ধে উঠে দাঁড়াও; জাগ, ঈশ্বর আমার! জারি কর সুবিচার।
7 সর্বজাতির সমাবেশ তোমার চারপাশে সমবেত হোক ঊর্ধ্ব থেকে তাদের বিরুদ্ধে ফিরে তাকাও।
8 প্রভু জাতিসকলের বিচারক- আমার ধর্মময়তা অনুসারে আমার বিচার কর, প্রভু, আমার সততা অনুসারে, পরাৎপর।
9 দুর্জনের অনাচার শেষ করে দাও, কিন্তু ধার্মিককে সুপ্রতিষ্ঠিত কর, তুমি যে পরীক্ষা কর অন্তর ও প্রাণ, হে ধর্মময় পরমেশ্বর।
10 পরাৎপর পরমেশ্বরই আমার ঢাল, তিনি সরলহৃদয়কে উদ্ধার করেন।
11 পরমেশ্বর ধর্মময় বিচারকর্তা, ঈশ্বর প্রতিদিন আক্রোশ প্রকাশ করেন।
12 মন না ফেরালে তিনি খড়্গা শাণিত করবেন, ধনুক বেঁকিয়ে তা প্রস্তুত করবেন,
13 তিনি মারণাস্ত্র প্রস্তুত করে অগ্নিময় করছেন তাঁর।
14 দেখা! দুর্জন অপকর্ম গর্ভে ধারণ করে, দুষ্কর্মে পূর্ণগর্ভ হয়ে মিথ্যাকে প্রসব করে।
15 সে খোঁড়ে গভীর একটা গর্ত, কিন্তু তার নিজের তৈরী গহ্বরে সে নিজেই পড়ে ;
16 তার অধর্ম তার নিজের মাথায় ফিরে আসে, তার হিংসা তার নিজের শিরে নেমে পড়ে।
17 প্রভুর ধর্মময়তার জন্য আমি তাঁকে জানাব ধন্যবাদ, পরাৎপর প্রভুর করব নামগান।