Index

সামসঙ্গীত - Chapter 36

1 দুর্জনের হৃদয়ে পাপের দৈবোক্তি বিরাজিত ; ঈশ্বরভয় নেই তার চোখের সামনে।
2 সে এত তোষামোদে চোখে নিজেকে দেখে যে, নিজের শঠতা খোঁজে না, তা ঘৃণাও করে না।
3 তার মুখের কথা অপকর্ম, ছলনাপূর্ণ, সুমতি থেকে, সৎকাজ থেকে সে বিরত থাকে।
4 শয্যায় শুয়ে সে অপকর্মের কথা ভাবে, কুপথে দাঁড়ায়, প্রত্যাখ্যান করে না সে অনাচার।
5 ওগো প্রভু, আকাশছোঁয়াই তোমার কৃপা, মেঘলোক-প্রসারী বিশ্বস্ততা তোমার,
6 উঁচু পাহাড়পর্বতের মত তোমার ধর্মময়তা, মহা অতলের মত তোমার ন্যায়- মানুষ কি পশু সকলকেই তুমি ত্রাণ কর, প্রভু।
7 ওগো পরমেশ্বর, তোমার কৃপা কত মূল্যবান ! তোমার পক্ষ-ছায়ায় আশ্রয় পায় আদমসন্তান ;
8 তারা তোমার গৃহের প্রাচুর্যে পরিতৃপ্ত, তুমি তোমার অমৃতধারায় তাদের তৃষ্ণা মিটিয়ে দাও।
9 তোমাতেই যে জীবনের উৎস ! তোমার আলোতেই আমরা দেখি আলো।
10 যারা তোমায় জানে, তাদের দান করে থাক গো তোমার কৃপা, সরলহৃদয়দের কাছে ধর্মময়তা তোমার।
11 অহঙ্কারী যেন আমার দিকে পা না বাড়াতে পারে, দুর্জনের হাত আমাকে যেন না তাড়িত করে।
12 এই যে! লুটিয়ে পড়েছে অপকর্মার দল, তারা নিক্ষিপ্তই এখন, উঠে দাঁড়াতে অক্ষম।