Index

সামসঙ্গীত - Chapter 59

1 শত্রুদের হাত থেকে আমাকে উদ্ধার কর, পরমেশ্বর আমার, আক্রমণকারীদের হাত থেকে আমাকে নিরাপদে রাখ।
2 অপকর্মাদের হাত থেকে আমাকে উদ্ধার কর, আমাকে ত্রাণ কর রক্তলোভী মানুষদের হাত থেকে।
3 দেখ, ওরা আমার প্রাণ নেবার জন্য ওত পেতে আছে, শক্তিশালীরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে ; আমার কোন অন্যায় নেই, নেই কোন পাপ, ওগো প্রভু,
4 আমি নির্দোষী হলেও ওরা ছুটে আসছে, নিজেদের প্রস্তুত করছে। জাগ, আমার কাছে এসে চেয়ে দেখ !
5 হে প্রভু সেনাবাহিনীর পরমেশ্বর, হে ইস্রায়েলের পরমেশ্বর, সকল বিজাতির শাস্তি দিতে নিদ্রাভঙ্গ হও জঘন্য বিশ্বাসঘাতকদের প্রতি দয়া করো না।
6 সন্ধ্যায় ওরা ফিরে আসে, কুকুরের মত ডাক ছাড়ে, শহরের পথে-ঘাটে ঘোরে।
7 দেখ, ওদের মুখে কেমন কথা ! ওদের ঠোঁটে রয়েছে খড়্গা : ‘কেবা আমাদের শুনতে পায়?”
8 তুমি কিন্তু, প্রভু, ওদের নিয়ে তুমি তো হাস, সকল বিজাতিকে উপহাস কর।
9 হে শক্তি, তোমারই দিকে চেয়ে আছি, তুমিই যে আমার দুর্গ, হে পরমেশ্বর।
10 সেই কৃপাময় পরমেশ্বর এসে দাঁড়াবেন আমার সামনে, পরমেশ্বরের জন্যই আমি আমার শত্রুদের উপর বিজয়ীর চোখে তাকাতে পারব।
11 তুমি ওদের সংহার করো না, পাছে আমার স্বজাতি ভুলে যায়, তোমার প্রতাপে ওদের তাড়িত করে লুটিয়ে দাও, হে প্রভু, আমাদের ঢাল।
12 ওদের ঠোঁটের কথা মুখের পাপমাত্র! ওদের অহঙ্কারে নিজেরাই ধরা পড়ুক, ওরা যে অভিশাপ ও মিথ্যা উচ্চারণ করে।
13 ওদের শেষ করে ফেল, রুষ্ট হয়ে ওদের শেষ করে ফেল, ওরা নিশ্চিহ্ন হোক : জানুক যে পরমেশ্বরই পৃথিবীর শেষপ্রান্ত পর্যন্ত যাকোবের উপর প্রভুত্ব করেন।
14 সন্ধ্যায় ওরা ফিরে আসে, কুকুরের মত ডাক ছাড়ে, শহরের পথে-ঘাটে মোরে
15 শিকারের খোঁজে মোরে তৃপ্ত না হলে গড়গড় করে।
16 আমি কিন্তু করব তোমার শক্তির গুণগান, প্রভাতে করব তোমার কৃপার গুণকীর্তন, তুমি যে হলে আমার দুর্গ, সঙ্কটের দিনে আমার আশ্রয়স্থল।
17 হে শক্তি, তোমার উদ্দেশে স্তবগান করব, হে পরমেশ্বর, তুমি যে আমার দুর্গ, তুমি যে আমার কৃপাময় পরমেশ্বর।