Index

সামসঙ্গীত - Chapter 115

1 আমাদের নয়, প্রভু, আমাদের নয়,
তোমার কৃপা, তোমার বিশ্বস্ততার খাতিরে
নিজেরই নাম কর গৌরবমণ্ডিত।
2 বিজাতিরা কেনই বা বলবে :
“কোথায় ওদের সেই পরমেশ্বর ?”
3 স্বর্গেই তো আমাদের পরমেশ্বর,
যা ইচ্ছা করেন, তিনি সেই সবই সাধন করেন।
4 ওদের দেবমূর্তিগুলি রুপো আর সোনা,
মানুষেরই হাতে গড়া
5 মুখ আছে, তবু কিছুই বলে না,
চোখ আছে, তবু দেখে না,
6 কান আছে, তবু শোনে না,
নাক আছে, তবু ঘ্রাণ পায় না,
7 হাত আছে, তবু স্পর্শ করতে পারে না,
পা আছে, তবু চলতে পারে না,
নিজেদের গলায় কোন শব্দই উচ্চারণ করে না।
8 সেগুলির মত হোক তারা, সেগুলি গড়ে যারা,
তারা সকলেই, সেগুলিতে ভরসা রাখে যারা।
9 ইস্রায়েল, প্রভুতেই ভরসা রাখ,
তিনি তাদের সহায়, তাদের ঢাল।
10 আরোনকুল, প্রভৃতেই ভরসা রাখ,
তিনি তাদের সহায়, তাদের ঢাল।
11 প্রভূভীরু সকল, প্রভুতেই ভরসা রাখ,
তিনি তাদের সহায়, তাদের ঢাল।
12 প্রভু আমাদের স্মরণে রাখেন,
আমাদের আশিসধন্য করবেন,
ইস্রায়েলকুলকে আশিসধন্য করবেন,
আরোনকুলকে আশিসধন্য করবেন,
13 প্রভুভীরু ছোট কি বড়
তাদের সকলকেই আশিসধনা করবেন।
14 প্রভু তোমাদের সংখ্যা বৃদ্ধি করুন,
তোমাদের ও তোমাদের সন্তানদের সংখ্যা বৃদ্ধি করুন।
15 সেই প্রভুর আশিসপাত্র তোমরা হতে পার যেন,
স্বর্গমর্তের নির্মাতা যিনি ।
16 স্বর্গ, তা তো প্রভুরই স্বর্গ,
মর্ত কিন্তু তিনি দিয়েছেন আদমসন্তানদের হাতে।
17 যারা মৃত, যারা স্তব্ধতার দেশে নেমে যায়,
তারাই যে প্রভুর প্রশংসা করবে, তা তো নয় :
18 বরং আমরা জীবিত যারা, এই আমরাই তো প্রভুকে বলব ধন্য
এখন থেকে চিরকাল ধরে।
আল্লেলুইয়া !