1 তোমার প্রিয়া বন্ধুর বিষয়ে অন্তর্জালায় উত্তপ্ত হয়ো না, পাছে তাকে শেখাও, সে কেমন করে তোমাকে ক্ষতি করবে।
2 তোমার প্রাণ কোন নারীর হাতে দিয়ো না, পাছে সে সম্পূর্ণরূপে তোমার উপর কর্তৃত্ব করে।
3 গণিকার সঙ্গে সংসর্গ করো না, পাছে তার ফাঁসে ধরা পড়।
4 গায়িকার সঙ্গে দিনের পর দিন সাক্ষাৎ করো না, পাছে তার কৌশলে আবদ্ধ হও।
5 যুবতী মেয়ের উপর চোখ নিবদ্ধ রেখো না, পাছে দু'জনেই একই দণ্ডের পাত্র হও।
6 তোমার প্রাণ বেশ্যাদের হাতে দিয়ো না, পাছে নিজের উত্তরাধিকার হারিয়ে ফেল।
7 শহরের পথে পথে চোখ দমন কর, সেই শহরের নির্জন স্থানে ঘোরাফেরা করো না।
8 রূপবর্তী নারী থেকে দৃষ্টি ফেরাও, এমন সৌন্দর্যের উপর চোখ নিবদ্ধ রেখো না, যা পরের সম্পদ। নারীর সৌন্দর্যের কারণে অনেকে ভ্রন্ট হয়েছে; এমনটি করলে, কামনা আগুনের মতই জ্বলে ওঠে।
9 বিবাহিতা নারীর সঙ্গে কখনও বসো না, আঙুররস পান করার জন্য তার সঙ্গে এক টেবিলে বসো না, পাছে তোমার প্রাণ তার প্রতি আসক্ত হয়, আর তুমি আত্মসংযম হারিয়ে সর্বনাশে পিছলে পড়।
10 অনেক দিনের বন্ধুকে ত্যাগ করো না, কেননা অল্প দিনের বন্ধু তার সমকক্ষ নয়। নতুন আঞ্জুররস, নতুন বন্ধু, পরিণত হলে তা তৃপ্তির সঙ্গেই পান কর।
11 পাপীর গৌরব বিষয়ে হিংসা করো না, কেননা তার যে কী পরিণাম হবে, তা তুমি জান না।
12 ভক্তিহীনদের সাফল্য বিষয়ে খুশি হয়ো না, মনে রেখ : অদণ্ডিত হয়ে তারা পাতালে পৌঁছবে না।
13 মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা যার হাতে, এমন মানুষ থেকে দূরে থাক, তবে মৃত্যুভয়ের অভিজ্ঞতা করবে না। তার কাছে গেলে, সতর্ক থাক যেন কোন ভুল না কর, পাছে সে তোমার জীবন হরণ করে; জেনে রাখ : তুমি ফাঁদের মধ্যে চলছ নগরপ্রাচীরের প্রাকারের উপরেই হাঁটছ।
14 প্রতিবেশীর সঙ্গে তোমার যথাসাধ্য সুসম্পর্ক রাখ, প্রজ্ঞাবানদের কাছে পরামর্শ নাও।
15 কথা বলতে ইচ্ছা করলে, সজ্ঞানী মানুষদের সঙ্গেই আলাপ কর পরাৎপরের বিধানমালাই হোক তোমার আলাপের বিষয়।
16 ধার্মিক মানুষেরাই হোক তোমার ভোজনের সঙ্গী, তোমার গর্ব প্রভুভয়ে স্থাপিত হোক।
17 নিপুণ হাতের কারুকাজ প্রশংসার বস্তু, কিন্তু জননেতাকে কথায়ই নিপুণ হওয়া চাই।
18 বাচাল মানুষ তার নিজের শহরের সন্ত্রাস, যে কথা দমন করতে অক্ষম, সে হবে বিতৃষ্ণার পাত্র।