1 সর্বেশ্বর প্রভু, আমাদের দয়া কর, চেয়ে দেখ, সকল জাতির উপর সঞ্চার কর তোমার ভয়।
2 বিজাতিদের উপর তোল তোমার হাত, তারা যেন দেখতে পায় তোমার প্রতাপ।
3 তাদের চোখে যেমন আমাদের মাঝে নিজেকে দেখিয়েছ পবিত্র, আমাদের চোখে তেমনি তাদের মাঝে নিজেকে দেখাও মহান।
4 আমরা যেমন স্বীকার করেছি যে তুমি ছাড়া, প্রভু, অন্য ঈশ্বর নেই, তারাও তেমনি তোমাকে স্বীকার করুক।
5 নতুন চিহ্ন পাঠাও, আরও আশ্চর্য কাজ সাধন কর, দেখাও তোমার হাত, তোমার ডান বাহুর গৌরব।
6 তোমার রোখ জাগিয়ে তোল, ক্রোধ বর্ষণ কর, বিপক্ষকে ধ্বংস কর, শত্রুকে নিশ্চিহ্ন কর।
7 দিন ত্বরান্বিত কর শপথ স্মরণ কর, তোমার মহা মহা কাজ কীৰ্তিত হোক।
8 যে রেহাই পেয়েছে, ক্রোধের আগুন তাকে গ্রাস করুক, তোমার জনগণকে অত্যাচার করে যারা, তারা বিনষ্ট হোক।
9 সেই শত্রু-নেতাদের মাথা চূর্ণ কর, যারা বলে, 'আমরা ব্যতীত আর কেউ নেই।'
10 যাকোবের সকল গোষ্ঠী সম্মিলিত কর, তাদের ফিরিয়ে দাও সেই উত্তরাধিকার, যেমনটি আদিতে ছিল।
11 সেই জাতির প্রতি দয়া কর, প্রভু, যার নাম তোমার আপন নাম ; সেই ইস্রায়েলের প্রতি, যাকে তুমি করে তুলেছ তোমার প্রথমজাতরূপে।
12 তোমার পবিত্র নগরীর প্রতি, তোমার বিশ্রামস্থান সেই যেরুসালেমের প্রতি দয়া কর।
13 সিয়োনকে তোমার প্রশংসাগানে, তোমার আপন জাতিকে তোমার গৌরবে পূর্ণ কর।
14 প্রথমেই যাদের সৃষ্টি করেছ, তাদের পক্ষসমর্থন কর, তোমার আপন নামে দেওয়া ভাববাণী পূর্ণ কর।
15 যারা তোমার প্রতীক্ষায় আছে, তাদের পুরস্কৃত কর, তোমার নবীরা বিশ্বাসযোগ্য বলে প্রতিপন্ন হোন।
16 তোমার দাসদের প্রার্থনায় সাড়া দাও, প্রভু, তোমার আপন জনগণের উপর আরোনের সেই আশীর্বচন অনুসারে;
17 সকল মর্তবাসী যেন জানতে পারে যে, তুমিই প্রভু, সর্বযুগের পরমেশ্বর।
18 উদর সব ধরনের খাদ্য গ্রহণ করে বটে, কিন্তু এক খাদ্য অন্য খাদ্যের চেয়ে উত্তম।
19 জিহ্বা যেমন বন্যজন্তুর স্বাদ বোঝে, তেমনি বুদ্ধিসম্পন্ন শ্রোতা মিথ্যাপূর্ণ কথা নির্ণয় করে।
20 ধূর্ত হৃদয় হবে পরের দুঃখের কারণ, তাকে কেমন প্রতিফল দেওয়া উচিত, তার জন্য অভিজ্ঞতা চাই।
21 নারী যে কোন স্বামীকে গ্রহণ করে নেবে, কিন্তু এক কন্যা অন্য কন্যার চেয়ে উত্তম।
22 নারীর সৌন্দর্য দর্শকের মুখমণ্ডল উৎফুল্ল করে তোলে, তার চেয়ে মানুষের আর কোন বাসনা নেই।
23 আর যদি তার জিহ্বায় কোমলতা ও মাধুর্য বিরাজ করে, তবে তার স্বামী মানবসন্তানদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান।
24 যে বধূকে নেয়, সে প্রধান ধন পেয়ে গেছে, তার জন্য উপযোগী সহায়, অবলম্বন-স্তম্ভও পেয়ে গেছে।
25 যেখানে বেড়া নেই, সেই সম্পদ লুটের বস্তু, যেখানে বধূ নেই, সেখানে পুরুষ ঝগড়াটে ও লক্ষ্যহীন।
26 শহরে শহরে ছুটে বেড়ায়, অস্ত্রসজ্জিত এমন চোরে কে আস্থা রাখে?
27 তেমনি সেই পুরুষের দশা, যার নীড় নেই, যে সেইখানে শুয়ে পড়ে, যেখানে রাত তার নাগাল পায়।