Index

Sirach - Chapter 20

1 এমন ভর্ৎসনা আছে, যা অসময়োচিত, আবার এমন কেউ আছে যে মৌন থাকে, সে-ই সুবিবেচক।
2 আহা, রোষ পোষণ করার চেয়ে ভর্ৎসনা করা কতই না শ্রেয়!
3 নিজেকে যে দোষী বলে স্বীকার করে, সে অবমাননা এড়ায়।
4 নপুংসক মানুষ যুবতীর কুমারীত্ব হরণ করতে চেষ্টা করে যেমন, তেমনি সেই মানুষ, যে বলপ্রয়োগেই ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চায়।
5 এমন মানুষ আছে যে মৌন থাকে ও প্রজ্ঞাবান বলে গণ্য হয়, আবার এমন মানুষ আছে, যে তার বাচালতার জন্য ঘৃণার পাত্র।
6 এমন মানুষ আছে যে কেমন উত্তর দেবে না জানায় মৌন থাকে, আবার এমন মানুষ আছে যে উপযুক্ত সময় জানে বিধায় মৌন থাকে।
7 প্রজ্ঞাবান উপযুক্ত সময় পর্যন্ত মৌন থাকে, কিন্তু বাচাল ও নির্বোধ মানুষ উপযুক্ত সময়টা সর্বদাই ভুল বোঝে।
8 যে বেশি কথা বলে, সে নিজেকে ঘৃণ্য করবে, কলপ্রয়োগে যে কর্তৃত্ব দখল করে, সে ঘৃণার পাত্র হবে।
9 এমন মানুষ আছে যে দুর্ঘটনায় সৌভাগ্য পায়, আবার এমন লাভ আছে যা লোকসানে পরিণত হয়।
10 এমন দানশীলতা আছে যা তোমাকে উপকৃত করে না, আবার এমন দানশীলতা আছে যা তোমাকে দ্বিগুণ প্রতিদান দেয়।
11 এমন মর্যাদা আছে যা অবমাননায় চালিত করে, আবার এমন নিম্নাবস্থার মানুষ আছে যে মাথা উচ্চ করে।
12 এমন মানুষ আছে যে অল্প দামে অনেক কিছু কেনে, সেই মানুষও আছে যে তার জন্য সাতগুণ দাম দেয়।
13 প্রজ্ঞাবান নিজের কথা দ্বারা নিজেকে গ্রহণীয় করে, কিন্তু মূর্খ মানুষ বৃথাই মিষ্টি কথা বলে।
14 নির্বোধের উপহার তোমার কোন উপকারে আসবে না, কেননা সে যা দান করেছে, তার চোখ তার সাতগুণের বেশি প্রত্যাশা করে।
15 সে কম দেয় আর বেশি দাবি করে, সে ঘোষকের মতই মুখ খোলে। আজ ধার দেয়, কাল ফেরত চায়, তেমন মানুষ ঘৃণ্য।
16 মূর্খ বলে: “বন্ধু নেই আমার ! আমার শুভকর্মের জন্য কৃতজ্ঞতা নেই ;
17 যারা আমার রুটি ভাগ করে খায়, তারা শঠতাপূর্ণ জিভের মানুষ!' সে কতবারই ও কতজনেরই না হাসির বস্তু হবে !
18 জিহ্বার ভুলের চেয়ে ভুলবশত মাটিতে পিছলে পড়াই শ্রেয়, এভাবে অন্যায়কারীর পতন এত শীঘ্রই আসে।
19 রুক্ষ মানুষ এমন অশিষ্ট গল্পের মত, যা বারে বারে অভদ্রলোকদের মুখে থাকে।
20 মূর্খের মুখ থেকে এলে মহাবাক্য পরিত্যক্ত হয়, যেহেতু সে উপযুক্ত সময়ে তা উচ্চারণ করে না।
21 এমন মানুষ আছে যে দরিদ্রতার কারণেই পাপ করতে বাধা পায়, বিশ্রামকালে তার বিবেক অস্বস্তিবোধ করে না।
22 এমন মানুষ আছে যে মিথ্যা-লজ্জার খাতিরে নিজের সর্বনাশ ডেকে আনে, নির্বোধের অভিমতের খাতিরেই সে নিজের ক্ষতি সাধন করে।
23 এমন মানুষ আছে যে মিথ্যা-লজ্জার খাতিরে বন্ধুর কাছে প্রতিশ্রুত হয়, আর এভাবে বন্ধুকে সে আপনা-আপনিই শত্রু করে।
24 মিথ্যা মানুষের গায়ে বিশ্রী কলঙ্ক, তা উচ্ছৃঙ্খলদের মুখে সর্বদা বিরাজমান।
25 অভ্যস্ত মিথ্যাবাদীর চেয়ে চোরই শ্রেয়, তবু দু'জনে সমান সর্বনাশের অধিকারী হবে।
26 মিথ্যাভ্যাস জঘন্য অভ্যাস, লজ্জাই হবে মিথ্যাবাদীর চিরসঙ্গী।
27 প্রজ্ঞাবান কথা দ্বারাই নিজের পদোন্নতি ঘটায়, সুবিবেচক মানুষ মহামান্যদের প্রিয়পাত্র হয়।
28 যে মাটি চাষ করে, সে প্রচুর ফসল সংগ্রহ করবে, যে মহামান্যদের প্রিয়পাত্র হয়, সে অন্যায়ের ক্ষমা জয় করবে।
29 দান ও উপহার প্রজ্ঞাবানদের চোখ অন্ধ করে, যেন মুখে দেওয়া কাপড়ের মত তা তীব্র তিরস্কারের শ্বাস রুদ্ধ করে।
30 গুপ্ত প্রজ্ঞা ও অদৃশ্য ধন : উভয়তে কী লাভ?
31 নিজের প্রজ্ঞা যে গুপ্ত রাখে, তার চেয়ে সে-ই শ্রেয়, যে নিজের মূর্খতা গুপ্ত রাখে।