1 তিনটে বিষয় আছে, যা আমার প্রাণের প্রীতি, যা প্রভুর চোখে ও মানুষদের চোখেও প্রীতিকর : ভাইদের মধ্যে মনের মিল, প্রতিবেশীদের মধ্যে বন্ধুত্ব, এবং সেই বধূ ও স্বামী, যারা একত্রে আনন্দময় জীবন যাপন করে।
2 তিন প্রকার মানুষ আছে, যারা আমার প্রাণের বিতৃষ্ণার পাত্র, যাদের জীবন আমার চোখে সম্পূর্ণ অগ্রাহ্য : উদ্ধতমনা দরিদ্র, মিথ্যাবাদী ধনী, এবং ব্যভিচারী এমন বৃদ্ধ মানুষ, যার জ্ঞানবোধ নেই।
3 যৌবনকালে যখন সংগ্রহ করনি, তখন তোমার বার্ধক্যকালে কেমন করে কিছু পাবে?
4 আহা, পাকাচুলের মানুষের পক্ষে বিচার করা কেমন শোভা পায় ! প্রবীণদের পক্ষে সুমন্ত্রণায় দক্ষ হওয়া কেমন সমীচীন !
5 প্রাচীনদের পক্ষে প্রজ্ঞা কেমন শোভা পায় ! গণ্যমান্যদের পক্ষে সুচিন্তিত পরামর্শ ও সুমন্ত্রণা কেমন সমুচিত।
6 বহুবিধ অভিজ্ঞতা, এ প্রবীণদের মুকুট, প্রভুভয়, এ তাদের গৌরব।
7 ন'টা বিষয় আছে, যার কথা ভেবে আমি অন্তরে সুখ পাই ; দশম একটা আছে, তা এখন আমার মুখে উপস্থিত : সেই মানুষ, যে নিজ সন্তানদের বিষয়ে গর্ব করতে পারে, সেই মানুষ, যে তার শত্রুদের পতন দেখা পর্যন্ত জীবিত থাকে,
8 সুখী সেই জন, যে বুদ্ধিমতী বধূর সঙ্গে ঘর করে, যে বলদ ও গাধা একসঙ্গে জুড়ে চাষ করে না, যে নিজের জিহ্বা দিয়ে পাপ করে না, যে নিজের চেয়ে অযোগ্য মানুষের সেবা করতে বাধ্য নয়।
9 সুখী সেই জন, যে সম্বিবেচনার সন্ধান পেয়েছে, যে মনোযোগী কান উদ্দেশ করে কথা বলে,
10 প্রজ্ঞার যে সন্ধান পেয়েছে, সে কেমন মহান ! কিন্তু যে প্রভুকে ভয় করে, তার চেয়ে মহান কেউ নেই।
11 প্রভুভয় সমস্ত কিছুর উর্ধ্বে : যে কেউ তা জয় করেছে, তার সঙ্গে কার তুলনা করা যাবে?
12 যে কোন ক্ষত! কিন্তু হৃদয়ের ক্ষত নয় ; যে কোন ধূর্ততা! কিন্তু নারীর ধূর্ততা নয় ;
13 যে কোন দুর্বিপাক ! কিন্তু বিদ্বেষীদের ঘটিত দুর্বিপাক নয় ; যে কোন প্রতিশোধ! কিন্তু শত্রুদের প্রতিশোধ নয়।
14 সাপের বিষের চেয়ে অনিষ্টকর বিষ নেই, শত্রুর রোষের চেয়ে তীব্র রোধ নেই।
15 ধূর্ত বধূর সঙ্গে ঘর করার চেয়ে আমি বরং একটা সিংহ বা একটা নাগদানবের সঙ্গেই বাস করব!
16 নারীর ধূর্ততা তার চেহারা বিকৃত করে, তার মুখ ভালুকের মুখের মত ভয়ানক করে।
17 যখন তার স্বামী প্রতিবেশীদের মধ্যে আসন নেয়, তখন ইচ্ছা না করলেও সে তীব্র আর্তনাদ ছাড়ে।
18 নারীর শঠতার তুলনায় অন্য সমস্ত শঠতা কিছুই নয় ; আহা, তার উপর পাপীর ভাগ্য ঝাঁপিয়ে পড়ুক !
19 বৃদ্ধ মানুষের পায়ের পক্ষে বালিয়াড়িতে আরোহণ করা যেমন, তেমনি শাস্ত প্রকৃতির মানুষের পক্ষে ঝগড়াটে স্ত্রীলোক।
20 নারীর সৌন্দর্যে নিজেকে বশীভূত হতে দিয়ো না, কোন নারীর জন্য মাথা হারিয়ো না।
21 বধু যদি স্বামীর ভরণপোষণ করে, স্বামী হবে ক্রোধ, অপমান ও মহাঘৃণার পাত্র।
22 বিষণ্ণ মন, দুঃখার্ত মুখ, বিদীর্ণ হৃদয়। তেমনি ধূর্ত স্ত্রীলোক। শিথিল হাত ও দুর্বল হাঁটু তেমনি সেই বধূ, যে আপন স্বামীকে সুখী করে না।
23 একজন নারী দ্বারাই হয়েছে পাপের সূচনা, আবার তার কারণেই আমাদের সকলকে মরতে হয়।
24 জলকে ছিদ্র পেতে দিয়ো না, ধূর্ত স্ত্রীলোককেও কথা বলার পূর্ণ সুযোগ দিয়ো না।
25 সে যদি তোমার কথামত না চলে, তাকে ছাড়।