Index

Sirach - Chapter 26

1 যার বধূ গুণবতী, সেই মানুষ, আহা, কেমন সুখী! দ্বিগুণ হবে তার আয়ুষ্কাল।
2 উত্তম বধূ তার নিজের স্বামীর সুখ, তার স্বামী শান্তিতেই জীবনযাপন করবে।
3 গুণবতী বধূ উত্তম সম্পদ! তাকে তাদেরই জন্য বণ্টন করা হয়, যারা প্রভুকে ভয় করে।
4 সেই স্বামী ধনী হোক কি নির্ধন হোক, তার হৃদয় আনন্দিত হবে, যে কোন সময় উৎফুল্ল হবে তার মুখ।
5 তিনটে বিষয় আছে, যা আমার হৃদয় ভয় করে : চতুর্থ একটা বিষয় আমাকে সন্ত্রাসিত করে : শহরে রটিয়ে পড়া পরনিন্দা, জনতার কোলাহল, এবং মিথ্যা অভিযোগ—এই সমস্ত কিছু মৃত্যুর চেয়েও মন্দ :
6 কিন্তু একটি নারী যে আর একটি নারীর বিষয়ে অন্তর্জালায় পোড়ে, তা হৃদয়ভঙ্গ ও শোকের ব্যাপার; এবং তার জিহ্বার কশা সমস্ত কিছু একসঙ্গে বাঁধে।
7 বলদের অসংলগ্ন জোয়াল : এ ধূর্ত স্ত্রীলোক! যে তাকে জয় করতে চায়, সে বিছেকে ধরতে চায়।
8 মাতাল স্ত্রীলোক ক্ষোভের ব্যাপার, সে নিজের লজ্জা লুকোতে পারবে না।
9 স্ত্রীলোকের উচ্ছৃঙ্খলতা তার বড় বড় চোখেই প্রকাশিত, তার চোখের পাতাই তা সত্য বলে প্রমাণ করে।
10 জেদি মেয়ের উপর সতর্ক দৃষ্টি রাখ, প্রশ্রয় পেলে সে যেন কোন সুযোগ সৃষ্টি না করে।
11 তার নির্লজ্জ চোখের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখ, সে তোমার অসম্মান ঘটালে আশ্চর্য হয়ো না।
12 পিপাসিত যাত্রী যেমন মুখ খুলে পাশাপাশি যে কোন জল পান করে, তেমনি সে তাঁবুর প্রতিটি খুঁটির ধারে ধারে ব'সে যত তীরের জন্য তৃণ খুলে দেয়।
13 বধূর লাবণ্য স্বামীকে মুগ্ধ করবে, তার সজ্ঞান তার সমৃদ্ধি ঘটায়।
14 নীরব নারী, এ প্রভুরই দান, মার্জিত চরিত্রের মূল্যে কোন দাম মেটে না।
15 শালীনা নারী অনুগ্রহধারা স্বরূপ, বিনয়িনী প্রাণের মূল্য গণনার অতীত।
16 সূর্য প্রভুর পাহাড়পর্বতের উপরে উজ্জ্বল, গুণবতী নারীর সৌন্দর্যই তার গৃহের ভূষণ।
17 পবিত্র দীপাধারের উপরে যেমন জ্বলন্ত প্রদীপ, তেমনি সুগঠিত দেহে মুখমণ্ডলের কান্তি।
18 রুপোর ভিত্তির উপরে যেমন সোনার স্তম্ভ, তেমনি দৃঢ় পায়ের পাতার উপরে সুগঠিত পা।
19 দু'টো বিষয় আছে, যা আমার হৃদয়কে সঙ্কুচিত করে, তৃতীয় একটা আছে, যা আমার রোষ ডেকে আনে: একটি যোদ্ধা, সে যখন চরম দরিদ্রতায় নিঃশেষিত হয়, সুবিবেচক মানুষেরা, তারা যখন বিদ্রূপের বস্তু, একজন মানুষ, সে যখন ধর্মময়তা থেকে পাপের দিকে ফেরে : তেমন মানুষকে প্রভু খড়ের জন্য চিহ্নিত করে রাখেন।
20 বণিকের পক্ষে অপরাধ থেকে মুক্ত থাকা বড়ই কঠিন, ব্যবসায়ীও নিজেকে পাপমুক্ত করে রাখতে পারবে না।