1 সমস্ত প্রজ্ঞা প্রভু থেকে আগত, সে তাঁর সঙ্গে নিত্যই বিদ্যমান।
2 সমুদ্রের বালুকণা, বৃষ্টির জলবিন্দু, সবযুগের দিনগুলি, এইসব কেইবা গুনতে পারবে?
3 আকাশের উচ্চতা, পৃথিবীর বিস্তার, গহ্বরের গম্ভীরতা, কেইবা সেখানে গিয়ে এইসব আবিষ্কার করতে পারবে।
4 প্রজ্ঞা নিখিলের আগেই সৃষ্ট হল, উদ্বুদ্ধ সদ্বিবেচনা অনাদিকাল থেকেই বিরাজিত।
5
6 কার্ কাছেই বা কখনও জ্ঞাত হয়েছে প্রজ্ঞার মূল? কেইবা তার সমস্ত সঙ্কল্প জানে?
7
8 প্রজ্ঞাবান, মহাভয়ঙ্কর, সিংহাসনে আসীন একজনমাত্র আছেন ;
9 সেই প্রভু নিজেই প্রজ্ঞা সৃষ্টি করলেন, তা পরীক্ষা-নিরীক্ষা করলেন, তা পরিমাপ করলেন, তাঁর সমস্ত নির্মাণকাজের উপরে তা বর্ষণ করলেন,
10 আপন দানশীলতা অনুসারে তা বর্ষণ করলেন সমস্ত প্রাণীর উপর, যারা তাঁকে ভালবাসে, তাদের কাছেই তা মঞ্জুর করলেন।
11 প্রভুভয় গৌরব ও গর্বের বিষয়, সুখ ও পুলকের মুকুট।
12 প্রভুভয় হৃদয়কে উৎফুল্ল করে তোলে, দান করে সুখ, আনন্দ, দীর্ঘায়ু।
13 প্রভুভীরুদের পক্ষে সবকিছুর পরিণাম হবে মঙ্গলকর, মৃত্যুর দিনে তারা আশিসধন্য হবে।
14 প্রভুকে শুয় করাই প্রজ্ঞার সূত্রপাত ; ভক্তদের সঙ্গে মাতৃগর্ভেই তারও সৃষ্টি ;
15 সে মানুষদের মাঝে চিরন্তন আবাসরূপে আপন নীড় বাঁধল, বিশ্বস্তভাবে থাকবে তাদের বংশধরদের সঙ্গে।
16 প্রভুকে ভয় করাই প্রজ্ঞার পূর্ণতা : আপন ভক্তদের সে আপন ফলদানে মত্ত করে তোলে ;
17 তাদের সমস্ত ঘর আকাঙ্ক্ষণীয় বিষয়ে ভরে তুলবে, আপন ফলদানে পরিপূর্ণ করবে তাদের সমস্ত গোলাঘর।
18 প্রভুকে ভয় করাই প্রজ্ঞার মুকুট ; সে শান্তি ও সুস্থতা প্রস্ফুটিত করে।
19 ঈশ্বর প্রজ্ঞা পরীক্ষা-নিরীক্ষা করলেন, তা পরিমাপ করলেন: তিনি সদজ্ঞান ও সুবুদ্ধি বর্ষণ করলেন; প্রজ্ঞা যাদের অধিকার, তাদের গৌরব উন্নীত করলেন।
20 প্রভুকে ভয় করাই প্রজ্ঞার মূল ; তার শাখা পরমায়ু !
21 অন্যায়-ক্রোধ ধর্মসম্মত বলে গণ্য করা যায় না, কেননা ক্রোধের ভার তার নিজের সর্বনাশ।
22
23 ধৈর্যশীল মানুষ কিছুকালের মত সহ্য করে, শেষে কিন্তু তার আনন্দ বিস্ফুরিত হবে ;
24 কিছুকালের মত সে চিন্তা-ভাবনা লুকিয়ে রাখে, এবং অনেকের ওষ্ঠ তার সুবুদ্ধির কথা বর্ণনা করবে।
25 প্রজ্ঞার ধনভাণ্ডারে রয়েছে শিক্ষামূলক বচন, কিন্তু পাণীর দৃষ্টিতে ধর্ম ঘৃণ্য বন্ধু।
26 যদি প্রজ্ঞা ইচ্ছা কর, তবে আজ্ঞাগুলি পালন ক : প্রভু তোমাকে প্রজ্ঞা মঞ্জুর করবেন।
27 কেননা প্রভুভয় হল প্রজ্ঞা ও শিক্ষাবাণী, তিনি বিশ্বস্ততা ও কোমলতায় প্রীত।
28 প্রভুভয়ের প্রতি অবাধ্য হয়ো না, দুমনা হয়ে তার অনুশীলন করো না।
29 মানুষের সামনে ভণ্ড হয়ো না, নিজের ওষ্ঠের উপর দৃষ্টি রাখ।
30 নিজেকে উন্নীত করো না, পাছে তোমার পতন ঘটে, পাছে তুমি নিজে তোমার উপর অসন্মান ডেকে আন। কেননা প্রভু তোমার গোপন তত্ত্ব প্রকাশ করবেন, ও গোটা সমাজের সামনে তোমাকে নমিত করবেন, যেহেতু তুমি প্রভুভয়ের অনুশীলন করনি, ও তোমার হৃদয় ছলনায় পূর্ণ।