Index

Sirach - Chapter 29

1 দয়াকর্ম যে পালন করে, সে প্রতিবেশীকে ধার দেয়, নিজের হাত দিয়েই যে তাকে সবল করে, সে আজ্ঞাগুলি মেনে চলে।
2 অভাবের দিনে প্রতিবেশীকে ধার দাও, তুমিও নির্দিষ্ট সময়ে প্রতিবেশীকে ধার ফিরিয়ে দাও।
3 নিজের দেওয়া কথা রক্ষা কর, তার প্রতি বিশ্বস্ত হও, তবে তোমার যা কিছু প্রয়োজন, তা যে কোন মুহূর্তেই পারে।
4 অনেকে ধার একটা অপ্রত্যাশিত লাভ বলে মনে করে, যারা তাদের সাহায্য করেছে, তারা তাদের অসুবিধা ঘটায়।
5 যতক্ষণ না পায় মানুষ দাতার হাত চুম্বন করে, বন্ধুর সাহায্য পাবার আশায় বিনীত কণ্ঠে কথা বলে, কিন্তু পরিশোধের সময় এলে সে আরও সময় নিতে চায়, শূন্য কথাই ফিরিয়ে দেয়, পরিস্থিতিকেই দায়ী করে।
6 তাকে ধার ফিরিয়ে দেওয়াতে পারলেও দাতা কেবল অর্ধেকাংশই ফিরে পাবে, এমনকি, তাও অপ্রত্যাশিত লাভ বলে তাকে মনে করতে হবে; অন্যথা, দাতা তার আপন সম্পদ ক্ষেত্রে প্রবঞ্চিত হবে, অকারণে তার নতুন আর এক শত্রু হবে, সেই শত্রু তাকে অভিশাপ ও অপমান ফিরিয়ে দেবে, দেয় সম্মানের চেয়ে কটুবাক্যই তাকে ফিরিয়ে দেবে।
7 অনেকে ধার দিতে অস্বীকার করে, কিন্তু শঠতার কারণে নয় ; তারা তো উদ্বিগ্ন, পাছে অকারণেই প্রবঞ্চিত হয়।
8 তথাপি তুমি নিঃয়ের প্রতি ধৈর্যশীল হও, ভিক্ষার জন্য তাকে বেশিক্ষণ অপেক্ষা করিয়ো না।
9 আজ্ঞার প্রতি বাধ্যতার খাতিরে দরিদ্রকে সাহায্যদান কর, তার প্রয়োজন অনুসারে তাকে খালি হাতে ফিরিয়ে দিয়ো না।
10 ভাই ও বন্ধুর জন্য তোমার টাকা-কড়ি হারিয়ে যাক, তা একটা পাথরের তলে পড়ে থেকে তাতে বৃথা মরচে না পড়ুক।
11 ঐশ্বর্যকে পরাৎপরের আজ্ঞামতই ব্যবহার কর, তবে তা সোনার চেয়েও তোমার উপযোগী হবে।
12 তোমার ভিক্ষাদান তোমার গোলাঘরে জমিয়ে রাখ, তা সমস্ত অমঙ্গল থেকে তোমাকে বাঁচাবে।
13 শক্ত ঢাল ও ভারী বর্শার চেয়েও তা শত্রুর সামনে তোমার হয়ে লড়াই করবে।
14 সৎমানুষ প্রতিবেশীর পক্ষে জামিন হয়, কেবল নির্লজ্জ মানুষই তাকে ত্যাগ করবে।
15 যে তোমার পক্ষে জামিন হয়েছে, তার উপকার ভুলো না, তোমার পক্ষে সে নিজের প্রাণ দিয়েছে।
16 পাপী মানুষ তার জামিনের ধনের জন্য চিন্তাটুকু করে না, অকৃতজ্ঞ মানুষ স্বভাবতই তার নিজের নিস্তারকর্তাকে ভুলে যাবে।
17 জামিন ঘটিয়েছে বহু সৎমানুষের সর্বনাশ, সমুদ্রের ঢেউয়ের মত তাদের এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে।
18 প্রতাপশালী মানুষকে নির্বাসিত করেছে, ভিনদেশের মানুষদের মধ্যে উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়াতে বাধ্য করেছে।
19 যে পাপী তৎপরতার সঙ্গে জামিন দিতে এগিয়ে আসে, ও লাভের চেষ্টায় আছে, সে অসংখ্য মামলায় জড়িত হবে।
20 তোমার সামর্থ্য অনুসারে তোমার প্রতিবেশীকে সাহায্য কর, কিন্তু নিজের বিষয়েও সাবধান থাক, পাছে তোমার পতন হয়।
21 জীবনে প্রথম বিষয় এই এই জল, রুটি, বস্ত্র, এবং পারিবারিক ব্যক্তি-স্বাধীনতা রক্ষার জন্য ঘর।
22 পরের ঘরে জাঁকজমকের মধ্যে খাওয়া-দাওয়া করার চেয়ে খারাপ তক্তার ছাদের নিচে দরিদ্রের মত বাস করা শ্রেয়।
23 কম থাকুক কি বেশি থাকুক, তোমার যা আছে, তাতে খুশি হও, তবে তোমার পরিজনদের অসন্তোষের কথা শুনবে না।
24 ঘর ঘর করা কেমন হীন জীবন! যেইখানে থাক না কেন, মুখ খোলারও সাহস তোমার হয় না ;
25 তুমি সেখানকার একজন নও, পরের পাত্রে আঙুররস ঢালবে, কিন্তু 'ধন্যবাদ' শুনবে না, এমনকি, তিক্ত কথাই তোমাকে শুনতে হবে, যেমন :
26 ওঠ, বিদেশী, ভোজের জন্য সব সাজাও, তৈরী তোমার কী আছে? আমাকে কিছু খেতে দাও!'
27 “চলে যাও, বিদেশী, গণ্যমান্য লোকদের জন্য স্থান দাও ; আমার ভাই অতিথি হয়ে আসছে, আমার ঘরের দরকার।
28 আতিথ্য ক্ষেত্রে ভর্ৎসনা শোনা ও ঋণীই যেন অপমানিত হওয়া, তেমন কিছু বুদ্ধিমানের কাছে ভারীই বিষয়।