Index

Sirach - Chapter 23

1 হে প্রভু, হে পিতা, হে আমার জীবনস্বামী, তাদের ইচ্ছার হাতে আমাকে সঁপে দিয়ো না, তাদের কারণে আমাকে পড়তে দিয়ো না।
2 কে আমার চিন্তা-ভাবনার উপর প্রয়োগ করবে কশা, আমার হৃদয়ের উপর প্রজ্ঞার শাসন, যেন আমার ভুল-ত্রুটি রেহাই না পায়, আমার পাপগুলি অদণ্ডিত না থাকে,
3 পাছে আমার ভুল-ত্রুটি বহুসংখ্যক হয়, এবং আমার পাপগুলি এমনই প্রচুর হয় যে, আমি আমার বিপক্ষদের সামনে পড়ি ? ও আমার শত্রু আমার বিষয়ে উল্লাস করে।
4 হে প্ৰভু, হে পিতা, হে আমার জীবনস্বামী, আমার চোখ যেন উদ্ধত না হয়,
5 আমা থেকে হিংসা দূর করে দাও,
6 লাম্পট্য ও কামাসক্তি যেন আমাকে না ধরে ফেলে, আমাকে নির্লজ্জ বাসনার হাতে ফেলে রেখো না।
7 সন্তানেরা, আমার মুখের উপদেশ শোন, যে কেউ তা রক্ষা করে, সে ধরা পড়বে না।
8 পাপী তার নিজের ওষ্ঠ দ্বারা জড়ানো, পরনিন্দুক ও গর্বিত মানুষ তাতে হোঁচট খায়।
9 তোমার মুখকে শপথ করতে অভ্যস্ত করো না, সেই পবিত্রজনের অযথা নাম উচ্চারণে অভ্যস্ত হয়ো না ;
10 কেননা যে দাসের উপর অবিরতই কঠোর দৃষ্টি রাখা হয়, তার গা যেমন ঘা-বিহীন হবে না, যে শপথ করে ও শুধু শুধু সেই নাম উচ্চারণ করে, সেও তেমনি পাপবিহীন হবে না।
11 বহু শপথের মানুষ অধর্মে পূর্ণ হয়, তার গৃহ থেকে কশা দূরে যাবে না। সে যদি অপরাধ করে, তার পাপ তার উপরেই বর্তে, সে যদি অসতর্ক থাকে, দ্বিগুণ পাপ করে। সে যদি মিথ্যা শপথ করে, সে নিরপরাধী বলে গণ্য হবে না, বস্তুত তার গৃহ দুর্বিপাকে পূর্ণ হবে।
12 এমন কথা বলার ভঙ্গি আছে, যা মৃত্যুর সঙ্গে তুলনীয় ; তা যেন যাকোবের উত্তরাধিকারের মধ্যে পাওয়া না যায়, কেননা ভক্তপ্রাণেরা তেমন কিছু প্রত্যাখ্যান করে থাকে ; না, পাপের মধ্যে তারা গড়াগড়ি দেবে না।
13 তোমার মুখ অশিষ্ট কথনে অভ্যস্ত না হোক, কেননা তাতে পাপময় কথা উপস্থিত।
14 যখন তুমি গণ্যমান্যদের মধ্যে বস, তখন তোমার পিতামাতার কথা স্মরণ কর পাছে তাদের সামনে নিজেরই কথা ভুলে গিয়ে মূর্খের মত ব্যবহার করা ; তখন তুমি ইচ্ছা করবে, তোমার যেন কখনও জন্ম না হত, আর নিজের জন্মের দিনকে অভিশাপ দেবে।
15 নির্লজ্জ কখনে অভ্যস্ত মানুষ সারা জীবন ধরে নিজেকে সংস্কার করবে না।
16 দু প্রকার মানুষ আছে, যারা পাপকর্মের বৃদ্ধি ঘটায়, তৃতীয় প্রকার মানুষও আছে, যে ঐশক্রোধ ডেকে আনে : জ্বলন্ত আগুনের মত উত্তপ্ত বাসনা নিঃশেষিত না হওয়া পর্যন্ত নিভবে না ; যে মানুষ নিজ দেহমাংস অশুচিতার হাতে ছাড়ে, আগুন তাকে পুড়িয়ে ক্ষয় না করা পর্যন্ত থামবে না।
17 অশুচি মানুষের পক্ষে সমস্ত খাদ্য রুচিকর, তার মৃত্যু না হওয়া পর্যন্ত সে ক্ষান্ত হবে না।
18 যে মানুষ নিজ বিবাহ শয্যার প্রতি অবিশ্বস্ত, ও মনে মনে বলে: 'কে আমাকে দেখতে পায় ? আমার চারদিকে অন্ধকার, প্রাচীর আমাকে লুকোয়, কেউ আমাকে দেখতে পারে না, কেন ভয় করব? আমার পাপগুলির কথা পরাৎপরের মনে থাকবে না, '
19 মানুষদের চোখ-ই তেমন মানুষের ভয়ের বিষয় : সে তো জানে না যে, প্রভুর চোখ সূর্যের চেয়ে সহস্র গুণে উজ্জ্বল : প্রভুর চোখ মানুষদের সকল কাজ দেখতে পায়, গুপ্ততম স্থানও ভেদ করতে পারে।
20 সৃষ্ট হবার আগেও সবকিছু তাঁর কাছে জ্ঞাত ছিল, সম্পন্ন হবার পরেও জ্ঞাত রয়েছে।
21 তেমন মানুষ শহরের ময়দানেই শাস্তি পাবে, তার সবচেয়ে অপ্রত্যাশিত মুহুর্তেই সে ধরা পড়বে।
22 একই প্রকারে ঘটবে সেই বধূর বেলায়, যে স্বামীকে ত্যাগ করে, ও তার স্বামীর সামনে এমন উত্তরাধিকারী উপস্থিত করে যে অন্যজনের সঙ্গে মিলনের ফল।
23 প্রথম কথা সে পরাৎপরের বিধানের প্রতি অবাধ্য হয়েছে, দ্বিতীয় কথা : সে স্বামীর প্রতি প্রবঞ্চনাময়ী হয়েছে, তৃতীয় কথা সে ব্যভিচারে বেশ্যার মত ব্যবহার করেছে, এবং এমন সন্তানদের প্রসব করেছে যারা অন্যজনের সঙ্গে মিলনের ফল।
24 তেমন নারীকে জনমণ্ডলীর সামনে আনা হবে, এবং তার সন্তানদের বিষয় তদন্ত করা হবে।
25 তার সন্তানেরা কোথাও মূল গাড়বে না, তার শাখাগুলোতে ফল ধরবে না।
26 সে অভিশপ্তই এক স্মৃতি রেখে যাবে, কখনও মোছা হবে না তার দুর্নাম।
27 যারা বেঁচে যাবে, তারা তখন বুঝবে যে, প্রভুভয়ের চেয়ে শ্রেয় কিছু নেই, তাঁর আজ্ঞা পালনের চেয়ে মধুর কিছু নেই।