1 এঁদের সকলের পরে, দাউদের সময়ে ভাববাণী দেবার জন্য, নাথানের উদ্ভব হল।
2 মিলন-যজ্ঞবলি থেকে যেমন চর্বি আলাদা করে রাখা হয়, তেমনি ইস্রায়েলের মধ্য থেকে দাউদকে আলাদা করে রাখা হল।
3 তিনি সিংহদেরই নিয়ে, যেন ছাগের ছানাই নিয়ে খেলা করলেন ভালুকদেরও নিয়ে যেন মেষশিশুদের নিয়ে।
4 তাঁর তরুণ বয়সে তিনি কি সেই দীর্ঘকায়কে বধ করলেন না, এবং জনগণ থেকে দুর্নাম মুছে দিলেন না? তিনি তো ফিঙে দিয়ে একটা পাথর ছুড়লেন, আর গলিয়াথের আস্ফালন খর্ব করলেন।
5 কেননা তিনি পরাৎপর প্রভুকে ডেকেছিলেন, আর তিনি তাঁর ডান হাতে এমন শক্তি মঞ্জুর করলেন, যেন বলবান যোদ্ধাকে উচ্ছেদ করা হয় ও তাঁর আপন জনগণের প্রতাপ উত্তোলন করা হয়।
6 এজন্য লোকে তাঁর সেই দশ সহস্রজনের বিষয়ে তাঁকে স্বীকৃতি দিল, এবং গৌরবমুকুট তাঁকে অর্পণ করায় প্রভুর ধন্যবাদগীতি করতে করতে তাঁর প্রশংসা করল।
7 কেননা তিনি চারদিকে শত্রুদের নিঃশেষে সংহার করলেন, তাঁর বিপক্ষ সেই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করলেন, ও তাদের প্রতাপ চূর্ণ করলেন—চিরকালের মত।
8 তাঁর সমস্ত কর্মকীর্তিতে তিনি গৌরবের কথা দ্বারা পরাৎপর সেই পবিত্রজনকে ধন্যবাদ জানালেন : সমস্ত হৃদয় দিয়ে তাঁর উদ্দেশে স্তুতিগান করলেন, এবং তাঁর আপন নির্মাতাকে ভালবাসলেন।
9 তিনি যজ্ঞবেদির সামনে গায়কদল রাখলেন, ও তাদের বাদ্য-ঝঙ্কারে সঙ্গীত মধুর করলেন;
10 তিনি পর্বোৎসবগুলি জ্যোতির্ময় করলেন, মহাপর্বগুলি ঘটা করে শ্রীমণ্ডিত করলেন, তাতে ঈশ্বরের পবিত্র নাম হল প্রশংসার পাত্র, ও পবিত্রধামে ভোর থেকেই ধ্বনিত হল স্তুতিগান।
11 প্রভু তাঁর পাপ ক্ষমা করলেন, তাঁর প্রতাপ উত্তরোত্তর উন্নীত করলেন, তাঁকে মঞ্জুর করলেন রাজকীয় এক সন্ধি, ও ইস্রায়েলে গৌরবময় এক সিংহাসন।
12 তাঁর পদে বুদ্ধিমান এক সন্তান অধিষ্ঠিত হলেন, যিনি তাঁর খাতিরে নিরাপদে বাস করলেন।
13 সলোমন শান্তিকালে রাজত্ব করলেন, ঈশ্বর এমনটি করলেন, যেন চারদিকে শান্তি বিরাজ করে, যাতে তিনি তাঁর নামের উদ্দেশে এক গৃহ গেঁথে তোলেন, ও চিরস্থায়ী এক পবিত্রধাম প্রস্তুত করেন।
14 যৌবনকালে তুমি কেমন প্রজ্ঞাপূর্ণ ছিলে! নদীর মত তুমি সুবুদ্ধিতে উপচে পড়তে!
15 তোমার জ্ঞান পৃথিবী জুড়ে বিস্তৃত হল, দুরূহ উক্তিতে তা পরিপূর্ণ করল।
16 তোমার নাম দূরবর্তী দ্বীপপুঞ্জ পর্যন্তই গিয়ে পৌঁছল, তোমার শাস্তিতে তুমি ভালবাসার পাত্র হলে।
17 তোমার সঙ্গীত, তোমার প্রবাদমালা, তোমার উক্তি, ও তোমার উত্তর ছিল বিশ্বের আশ্চর্যের বিষয়।
18 সেই ঈশ্বর প্রভুর নামে, ইস্রায়েলের পরমেশ্বর বলে অভিহিত যিনি, তুমি রাশি রাশি সোনা সঞ্চয় করেছ যেন টিনের মত, রুপোকে প্রচুর করেছ সীসার মত।
19 তুমি তোমার দেহকে নারীদের হাতে ছেড়ে দিলে, তাতে তোমার নিজের কামনা-বাসনার দাস হলে।
20 তোমার গৌরব কলঙ্কিত করলে, ও তোমার বংশকে এমনভাবে কলুষিত করলে যে, তোমার সন্তানদের উপরে ঐশ ক্রোধ, ও তোমার ক্ষিপ্ততার জন্য যন্ত্রণা আকর্ষণ করলে।
21 রাজ্য দু'ভাগে বিভক্ত হল, এবং এফ্রাইম থেকে বিদ্রোহী এক রাজ্য উৎপন্ন হল।
22 কিন্তু প্রভু তাঁর দয়া কখনও ফিরিয়ে নেন না, তাঁর কোন বাণী তিনি ব্যর্থ হতে দেন না; না, তিনি তাঁর মনোনীতজনের উত্তরপুরুষদের উচ্ছেদ করবেন না, তাঁকে যিনি ভালবেসেছেন, তাঁর বংশকে তিনি উচ্ছেদ করবেন না। এজন্য তিনি যাকোবকে একটা অবশিষ্টাংশ, ও দাউদকে তাঁর নিজের মূল থেকে উৎপন্ন এক পল্লব মঞ্জুর করলেন।
23 সলোমন তাঁর পিতৃপুরুষদের সঙ্গে বিশ্রাম করলেন, তাঁর নিজের বংশের একজনকে তাঁর পদে রেখে গেলেন, দেশের সবচেয়ে নির্বোধ সভ্য সেই বুদ্ধিহীন রেহোবোয়ামকে রেখে গেলেন, যিনি নিজ পরামর্শ দানে জনগণকে উত্তেজিত করলেন।
24 পরে নেবাটের সন্তান যেরবোয়াম ইস্রায়েলকে পাপ করালেন, ও এফ্রাইমকে পাপের পথে নামালেন সেসময় থেকে তাদের অপরাধ এতই বৃদ্ধি পেল যে, তাদের আপন দেশ থেকে তারা তাড়িত হল।
25 কেননা তারা সমস্ত প্রকার শঠতা সাধন করল, যে পর্যন্ত প্রতিশোধ এসে তাদের নাগাল পেল।