1 এসো, আমরা এখন সেই প্রসিদ্ধ মানুষ, আমাদের সেই পূর্বপুরুষদেরই প্রশংসাবাদ করি, —তাঁদের পরম্পরা যুগ অনুসারে।
2 প্রভু তাঁদের মধ্যে বিপুল গৌরব সঞ্চার করলেন, অনাদিকাল থেকেই তাঁর মাহাত্ম্য বিরাজিত!
3 তাঁরা নিজ নিজ রাজ্যে প্রভুত্ব করলেন, তাঁদের পরাক্রমের জন্য ছিলেন নাম করা বীরপুরুষ ; তাঁদের সুবুদ্ধির জন্য ছিলেন সুপরামর্শদাতা, এবং নবীয় বাণীও উচ্চারণ করলেন।
4 তাঁদের সুমন্ত্রণা দ্বারা, জনগণের কাছে শিক্ষাবাণী দানে তাঁদের সুবুদ্ধি দ্বারা, ও তাঁদের সদুপদেশের প্রজ্ঞাপূর্ণ বাণী দ্বারা তাঁরা জনগণকে চালনা করলেন;
5 তাঁরা নানা সঙ্গীতের সুর দিলেন, কাব্যিক গান রচনা করলেন ;
6 আবার, তাঁরা ছিলেন ধনবান ও প্রভাবশালী নিজ নিজ ঘরে শাস্তিতে জীবনযাপন করলেন।
7 তাঁরা সকলে তাঁদের সমসাময়িক লোকদের শ্রদ্ধার পাত্র ছিলেন, ছিলেন সেই দিনগুলির গর্বের বিষয়।
8 তাঁদের কেউ কেউ এমন সুনাম রেখে গেছেন যে, তাঁদের প্রশংসাবাদ এখনও ধ্বনিত।
9 কিন্তু অন্য কারও কারও কোন স্মৃতিই নেই; তারা মিলিয়ে গেল, যেন তাদের কখনও অস্তিত্বও হয়নি; তাদের অবস্থা, তারা যেন কখনও হয়নি, তারা ও তাদের পরে তাদের সন্তানেরাও সেইরূপ।
10 কিন্তু এঁরাই সেই দয়াগুণসম্পন্ন মানুষ, যাঁদের সৎকর্মের কথা আজও বিস্মৃত হয়নি।
11 তাঁদের উত্তরপুরুষদের মধ্যেই অক্ষয় রয়েছে তাঁদের সম্পদ, তাঁদের সেই বংশজ সম্পদ।
12 তাঁদের উত্তরপুরুষেরা ঐশবিধিনিয়ম পালনে নিষ্ঠাবান থাকে, ও তেমন আদর্শের ফলে তাঁদের সন্তানসন্ততিরাও তেমনি থাকবে।
13 চিরস্থায়ী হবে তাঁদের বংশ, অম্লান হবে তাদের গৌরব।
14 তাঁদের মৃতদেহ শান্তিতে সমাহিত হল, ও তাঁদের নাম যুগে যুগে জীবনময়।
15 জাতিসকল তাঁদের প্রজ্ঞার কথা বলবে, জনমণ্ডলী প্রচার করবে তাঁদের প্রশংসাবাদ।
16 এনোখ প্রভুর প্রীতির পাত্র ছিলেন ও তাঁকে [স্বর্গে] স্থানান্তর করা হল : মনপরিবর্তনের এমন আদর্শ, যা সকল যুগের মানুষের জন্য।
17 নোয়া [প্রভুর দৃষ্টিতে] সম্পূর্ণরূপে ধার্মিক বলে পরিগণিত হলেন, ক্রোধের দিনে তিনি হলেন নতুন বংশের নবপল্লব : তাঁর দ্বারা একটা অবশিষ্টাংশ পৃথিবীতে বেঁচে গেল, যখন সেই জলপ্লাবন ঘটেছিল।
18 তাঁর সঙ্গে সনাতন নানা সন্ধি স্থির করা হল, যেন জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী বিনষ্ট না হয়।
19 বহু জাতির মহা পিতৃপুরুষ সেই আব্রাহাম ! গৌরবে কেউই তাঁর সমকক্ষ কখনও হয়নি।
20 তিনি পরাৎপরের বিধান মেনে চললেন, ও তাঁর সঙ্গে সন্ধিবদ্ধ হলেন। এ সন্ধি তিনি নিজের মাংসে স্থির করলেন, এবং পরীক্ষায় বিশ্বস্ততার পরিচয় দিলেন।
21 এজন্য ঈশ্বর শপথ করে তাঁকে প্রতিশ্রুতি দিলেন, তিনি তাঁর বংশে জাতিসকলকে আশিসধন্য করবেন, তাঁর বংশের সংখ্যা পৃথিবীর ধূলিকণার মত বৃদ্ধি করবেন, তাঁর বংশকে জ্যোতিষ্করাজির মত উন্নীত করবেন, ও তাদের এমন উত্তরাধিকার দান করবেন, যা এক সাগর থেকে অন্য সাগরে মহানদী থেকে পৃথিবীর প্রান্তসীমায় বিস্তৃত।
22 তাঁর পিতা আব্রাহামের খাতিরে, ইসায়াকের কাছেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ হলেন।
23 গোটা মানবজাতির সেই আশীর্বাদ এমনটি করলেন, যেন যাকোবের মাথার উপরেই সেই সন্ধি অধিষ্ঠিত হয়। তিনি তাঁর কাছে আপন আশীর্বাদের কথা বহাল রাখলেন, তাঁকেই দেশকে তাঁর আপন উত্তরাধিকার রূপে দিলেন। এবং সেই দেশ নানা অংশে বিভক্ত ক'রে বারো গোষ্ঠীর মধ্যে তা বণ্টন করলেন।