1 তখন এলিয় নবীর উদ্ভব হল : তিনি আগুনের মত, তাঁর বাণী মশালের মত জ্বলন্ত।
2 তিনি তাদের উপরে দুর্ভিক্ষ ডেকে আনলেন, ও তাঁর ধর্মাগ্রহে তাদের সংখ্যা কমালেন।
3 প্রভুর বাণীগুণে তিনি আকাশ রুদ্ধ করলেন, একই প্রকারে তিন তিনবারও আগুন নামিয়ে আনলেন।
4 এলিয়, তোমার নানা আশ্চর্য কাজ দ্বারা তুমি কেমন গৌরবময় ছিলে! কে বড়াই করবে, সে তোমার সমকক্ষ?
5 তুমি তো মৃত এক মানুষকে মৃত্যু থেকে, পরাৎপরের বাণীগুণে পাতাল থেকেই জাগিয়ে তুললে ;
6 তুমি রাজাদের সর্বনাশে, ও উচ্চপদস্থ লোকদের তাদের শয্যা থেকে ঠেলে দিলে।
7 সিনাইয়ের উপরে তুমি ভর্ৎসনা-বাণী শুনলে, হোরেবের উপরে শুনলে প্রতিশোধের বাণী।
8 তুমি রাজাদের প্রতিফলদাতারূপে, ও নবীদের তোমার পদ নিতে তৈলাভিষিক্ত করলে।
9 তোমাকে অগ্নিময় ঘূর্ণিবায়ুতে ঊর্ধ্বে কেড়ে নেওয়া হল, -অগ্নিময় অশ্বের রথে ;
10 তুমি ভাবীকালকে ভর্ৎসনা করতে নিযুক্ত হয়েছিলে, ক্রোধ ছড়িয়ে পড়ার আগে তা প্রশমিত করার জন্য, পিতাদের হৃদয় সন্তানদের প্রতি ফেরাবার জন্য, ও যাকোবের গোষ্ঠীগুলিকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য।
11 সুখী তারা, যারা তোমার দর্শন পাবে, ও যারা ভালবাসায় নিদ্রা গেল ! কেননা আমরাও নিশ্চয় জীবন পাব।
12 এলিয় ঘূর্ণিবায়ুর আবরণে মুড়ে যাচ্ছিলেন, এমন সময় এলিসের তাঁর আত্মায় পরিপূর্ণ হলেন ; তাঁর জীবনকালে তিনি প্রভাবশালীদের সামনে কম্পিত হলেন না, কেউই তাঁকে বশীভূত করতে পারল না।
13 তাঁর পক্ষে কোন কাজই অধিক কঠিন ছিল না, এমনকি, সমাধিগুহাতেও তাঁর দেহ ভাববাণী দিল।
14 জীবনকালে অলৌকিক কাজ সাধন করলেন, এবং মৃত্যুর পরে তাঁর কর্মকীর্তি আশ্চর্যময় ছিল।
15 এই সমস্ত কিছু সত্ত্বেও জনগণ মনপরিবর্তন করল না, নিজেদের পাপকর্মও তারা ত্যাগ করল না, যে পর্যন্ত তাদের নিজেদের দেশ থেকে পাল ধরে তাদের ঠেলে দেওয়া হল ও সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়া হল।
16 কেবল অল্প সংখ্যক এক জনগণই অবশিষ্ট থাকল, তাদের সঙ্গে দাউদকুলের এক নায়ক ছিলেন। এদের কয়েকজন ঈশ্বরের যা গ্রহণীয় তা-ই করল, অন্যেরা পাপকর্মের বৃদ্ধি ঘটাল।
17 হেজেকিয়া তাঁর নগরীকে দৃঢ় করলেন, তার মধ্যে জল নিয়ে এলেন, লোহা দিয়ে শৈলে একটা প্রণালী খনন করলেন, ও জলভাণ্ডার গেঁথে তুললেন।
18 তাঁর দিনগুলিতে সেন্নাথেরিব রণ-অভিযানে এলেন আর সেই রাবশাকেসকে প্রেরণ করলেন: তিনি সিয়োনের বিরুদ্ধে হাত বাড়ালেন, নিজের দম্ভে আস্ফালন করে বড়াই করলেন।
19 তখন শহরবাসীদের হৃদয় ও হাত কাঁপতে লাগল, তারা প্রসবিনীদের মত যন্ত্রণায় আক্রান্ত হল।
20 তারা দয়াময় প্রভুকে ডাকল, —তাঁর দিকে হাত প্রসারিত ক'রে । সেই পবিত্রজন সঙ্গে সঙ্গেই স্বর্গলোক থেকে তাদের শুনলেন ও ইসাইয়ার হাত দ্বারা তাদের মুক্ত করলেন।
21 তিনি আসিরীয়দের শিবির আঘাত করলেন, ও তাঁর দূত তাদের নিশ্চিহ্ন করলেন ;
22 কেননা হেজেকিয়া যা প্রভুর গ্রহণীয় তা-ই করলেন, এবং তাঁর পিতৃপুরুষ দাউদের পথে নিষ্ঠাবান ছিলেন, যেমনটি সেই ইসাইয়া নবী তাঁকে নির্দেশ করছিলেন, যিনি দর্শনে মহান ও সত্যাশ্রয়ী।
23 তাঁর দিনগুলিতে সূর্য পিছে গেল, তিনি রাজার আয়ু বাড়িয়ে দিলেন।
24 আত্মার প্রভাবে তিনি চরমকালের দর্শন পেলেন, সিয়োনের দীনদুঃখীদের সান্ত্বনা দিলেন।
25 তিনি কালের সমাপ্তি পর্যন্ত ভাবীকাল, এবং ঘটবার আগেও গুপ্ত বিষয়গুলি প্রকাশ করলেন।