1 আলকাতরা যে স্পর্শ করে, সে কলুষিত হবে, গর্বিতের সঙ্গে যে সম্পর্ক রাখে, সে তার মত হবে।
2 অধিক ভারী বোঝা বহন করো না, তোমার চেয়ে শক্তিশালী ও ধনবান মানুষের সঙ্গে সংসর্গ করো না। মাটির পাত্র কেন হাপরের কাছে রাখবে ? একে অপরের ধাক্কা খেলে পাত্রটা টুকরো টুকরো হয়ে যাবে।
3 ধনী অন্যায় সাধন করে, এমনকি চিৎকারও করে, দরিদ্র অন্যায় ভোগ করে, এমনকি তাকে ক্ষমাও চাইতে হয়।
4 তুমি উপযোগী হলে ধনী তোমাকে শোষণ করবে, তুমি অভাবী হলে সে তোমাকে ত্যাগ করবে।
5 তুমি কি ধনবান? সে তোমার সঙ্গে জীবনযাপন করবে ; তোমাকে বিবস্ত্র করার ব্যাপারে তার বিবেক অস্থির হবে না।
6 তার কি তোমার দরকার আছে? সে তোমাকে ভোলাবে, তোমাকে হাসি মুখ দেখাবে, তোমাকে আশা দেবে, তোমাকে মিষ্টি কথা শোনাবে, এই কথাও বলবে : 'তোমার কিছু দরকার আছে কি?'
7 তার ভোজসভায় সে তোমাকে লজ্জার বস্তু করবে, তোমাকে দু' তিনবার শোষণ করবে, আর শেষে তোমার পিছনে হাসবে ; পরে তোমাকে দেখলে তোমাকে এড়াবে, আর তোমার বিষয়ে খুশিতে মাথা নাড়াবে।
8 সাবধান, নিজেকে প্রবঞ্চিত হতে দিয়ো না, তোমার নির্বুদ্ধিতার জন্য নিজেকে অবনমিতও হতে দিয়ো না।
9 প্রভাবশালী তোমাকে ডাকলে তুমি অনিচ্ছা দেখাও সে তোমাকে উত্তরোত্তর ডেকে থাকবে।
10 জোর করে বেশি এগিয়ে যেয়ো না, পাছে তোমাকে একপাশে ফেলা হয় ; কিন্তু বেশি দূরেও থেকো না, পাছে তোমার কথা বিস্মৃত হয়।
11 তার সমকক্ষ বলে তার সঙ্গে ব্যবহার করতে চেষ্টা করো না, তার এক সাগর-কথায় আস্থা রেখো না ;
12 কেননা তার বাচালতা দিয়ে সে আসলে তোমাকে পরীক্ষা করবে, হাসি মুখ দেখাবে, কিন্তু তোমাকে যাচাই করবে।
13 গোপন কথা যে রটিয়ে বেড়ায়, সে নির্মম, দুর্ব্যবহার ও শেকল থেকে তোমাকে রেহাই দেবে না।
14 সাবধান থাক, খুবই সতর্ক থাক, কারণ তুমি তোমার নিজের সর্বনাশের সঙ্গেই হেঁটে চলছ !
15 প্রতিটি প্রাণী তার সদৃশ প্রাণীকে ভালবাসে, প্রতিটি মানুষ তার প্রতিবেশী মানুষকে ভালবাসে।
16 প্রতিটি প্রাণী তার জাতের প্রাণীর সঙ্গে মেশে, মানব তার সদৃশ মানবের সঙ্গে সংসর্গ করে।
17 নেকড়ে ও মেষশাবকের মধ্যে কেমন একাত্মতা থাকতে পারে পাপী ও ভক্তপ্রাণের মধ্যে ঠিক তাই।
18 হায়না ও কুকুরের মধ্যে কেমন শান্তি থাকতে পারে? ধনী ও দরিদ্রের মধ্যেও কেমন শান্তি থাকবে ?
19 যেমন প্রান্তরে বন্য গাধা সিংহের শিকার, তেমনি দরিদ্র ধনীর চারণমাঠ।
20 যেমন অহঙ্কারীর চোখে হীনাবস্থা ঘৃণ্য বস্তু, তেমনি দরিদ্র ধর্মীর চোখে ঘৃণা।
21 ধনী হোঁচট খেলে বন্ধুরা তাকে ধরে রাখে; দরিদ্র পড়লে বন্ধুরা তাকে তাড়িয়ে দেয়।
22 ধনী পিছলে পড়লে অনেকে তার সাহায্য করে; বাজে কথা বললেও সে প্রশংসার পাত্র। দরিদ্র পিছলে পড়লে তাকে ভর্ৎসনা করা হয় ; সুচিন্তিত কথা বললেও কেউ তাকে মূল্য দেয় না।
23 ধনী কথা বলে — সবাই চুপ করে থাকে ; পরে মেঘলোক পর্যন্ত তার কথার প্রশংসা করে। দরিদ্র কথা বলে—সবাই বলে : এ কে? সে হোঁচট খেলে তারা তাকে আরও উল্টিয়ে দেয়।
24 ধন ভাল, যদি তা পাপবিহীন ; দরিদ্রতা মন্দ, এ ভক্তিহীনের কথা।
25 হৃদয় মানুষের চেহারার পরিবর্তন ঘটায় : হয় ভালোর দিকে, না হয় মন্দের দিকে।
26 আনন্দময় মুখ উত্তম হৃদয়ের পরিচয়, কিন্তু প্রবচন রচনা করা ক্লান্তিকর কাজ।