Index

Sirach - Chapter 24

1 প্রজ্ঞা নিজেই নিজের প্রশংসাবাদ করে, তার আপন জনগণের মাঝে নিজের গুণকীর্তন করে।
2 পরাৎপরের জনমণ্ডলীর মধ্যে মুখ খোলে, তাঁর পরাক্রমের সম্মুখে নিজের গুণকীর্তন করে :
3 “আমি পরাৎপরের মুখনিঃসৃত কুয়াশাই যেন পৃথিবী জুড়ে বিস্তৃত হলাম।
4 আমি সেই উর্ধ্বেই আমার তাঁবু স্থাপন করলাম, মেঘ-স্তম্ভেই স্থাপিত ছিল আমার সিংহাসন।
5 আমি একাকীই আকাশমণ্ডল পরিক্রমা করলাম, গম্ভীর গহ্বরের মধ্যে হেঁটে বেড়ালাম।
6 সাগরের ঊর্মিমালার উপরে, সারা পৃথিবীর উপরে, সমস্ত জাতি ও দেশের উপরেই কর্তৃত্ব নিলাম।
7 এসকলের মধ্যে একটা বিশ্রামস্থান খুঁজে বেড়ালাম, সন্ধান করছিলাম, কার অঞ্চলে বসতি করব।
8 তখন বিশ্বস্রষ্টা আমাকে এক আজ্ঞা দিলেন, আমার স্রষ্টা নিজেই আমার জন্য তাঁবু স্থাপন করলেন, আমাকে বললেন, “যাকোবেই তাঁর বসাও, ইস্রায়েলকে নিজ উত্তরাধিকার রূপে গ্রহণ কর।”
9 অনাদিকাল থেকে— সেই প্রারম্ভেই — তিনি আমাকে সৃষ্টি করলেন, অনন্তকাল ধরে আমার অন্তর্ধান হবে না।
10 পবিত্র তাঁবুতে আমি তাঁর সম্মুখে সেবাকর্ম পালন করলাম, এভাবে সিয়োনে প্রতিষ্ঠিত হলাম।
11 ভালবাসার পাত্র সেই নগরীতেই তিনি আমার বিশ্রামস্থান দিলেন, যেরুসালেমেই রয়েছে আমার অধিকার।
12 আমি গৌরবময় এক জাতির মাঝে শিকড় গাড়লাম, হ্যাঁ, প্রভুর স্বত্বাংশে, তাঁর সেই উত্তরাধিকারে।
13 আমি বৃদ্ধি পেয়েছি যেন লেবাননের একটা এরসগাছের মত, হার্মোন পর্বতের উপরে একটা দেবদারুগাছের মত ;
14 বৃদ্ধি পেয়েছি যেন এন-গেদির একটা খেজুরগাছের মত, যেরিখোর একটা গোলাপ ঝোপের মত, সমভূমিতে মহীয়ান জলপাইগাছের মত, বৃদ্ধি পেয়েছি সরলগাছের মত।
15 দারুচিনি ও সুগন্ধি মলম যেন আমি ছড়িয়েছি সুগন্ধ, সেরা গন্ধনির্যাস যেন বিস্তার করেছি আমার সুবাস ; হ্যাঁ, গাবানাস, ওনিক্স, স্তাক্ত যেন, তাঁবুতে একটা ধূপ-মেঘই যেন।
16 যেন তার্পিনগাছের মত ডালপালা বাড়িয়ে দিয়েছি, আমার ডালপালা মহিমা ও কান্তির ডাল।
17 আমি একটা আঙুরলতার মত, যা উৎপন্ন করে মনোহর অঙ্কুর, আর আমার ফুল, তা তো গৌরব ও ঐশ্বর্যের ফুল।
18 আমার আকাঙ্ক্ষী সকল, আমার কাছে এগিয়ে এসো, আমার উৎপাদিত ফলগুলিতে পরিতৃপ্ত হও।
19 কারণ আমাকে স্মরণ করা-ই মধুর চেয়েও সুমধুর, উত্তরাধিকার রূপে আমাকে পাওয়া-ই মৌচাকের চেয়েও মধুময়।
20 যারা আমাকে খাবে, তাদের সকলের আরও ক্ষুধা পাবে, যারা আমাকে পান করে, তাদের সকলের আরও তেষ্টা পাবে।
21 যে কেউ আমার প্রতি বাধ্য, তাকে লজ্জিত হতে হবে না, আমাতেই যে কেউ কর্ম সাধন করে, সে কখনও পাপ করবে।
22 এই সমস্ত কিছু হল পরাৎপর ঈশ্বরের বিধান-পুস্তক, সেই যে বিধান মোর্শী আমাদের জন্য আদিষ্ট করলেন, যাকোবের জনসমাজের জন্য এক উত্তরাধিকার।
23 এই সমস্ত কিছুই প্রজ্ঞাকে উপচিয়ে পড়ায় পিশোন নদীর মত, ও নবীন ফলের সময়ে টাইগ্রীস নদীর মত ;
24 এই সমস্ত কিছুই সুবুদ্ধিকে উপলে পড়ায় ইউফ্রেটিসের মত, ও ফসল কাটার সময়ে যদনের মত ;
25 এবং শাসনকে প্রবাহিত করায় নীল নদীর মত, আঙুরফল সংগ্রহ করার সময়ে গিহোন নদীর মত।
26 প্রথম মানুষ তার বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতে শেষ করেনি, চরম মানুষও তা সূক্ষ্মরূপে তলিয়ে দেখতে পারেনি;
27 কেননা প্রজ্ঞার চিন্তা সমুদ্রের চেয়েও বিস্তৃত, ও তার সুমন্ত্রণা অতল গহ্বরের চেয়েও গভীর।
28 আমি—নদী থেকে উপাত নালার মত, উদ্যানের মধ্যে প্রবাহী জলস্রোতের মত—
29 এই আমি বললাম, 'আমার উদ্যান জলসিক্ত করব, আমার বাগিচায় জল সিঞ্চন করব।' আর দেখ, আমার সেই নালা নদী হয়ে গেছে, আমার নদী হয়ে গেছে সাগর।
30 আমি আমার শিক্ষাবাণী উষারই মত আবার উজ্জ্বল করে তুলব, তার দীপ্তি বহু দূরে প্রসারিত করব।
31 আমি শিক্ষাবাণী নবীয় বাণীরই মত আবার বর্ষণ করব, ভাবী যুগের মানুষের জন্য তা রেখে যাব।
32 দেখ, আমি শুধু আমার নিজেরই জন্য নয়, বরং শিক্ষাবাণীর অদ্বেষীদের জন্যও কাজ করেছি।