Index

Sirach - Chapter 19

1 মদ্যপ্রিয় মজুর কখনও ধনী হবে না; সামান্য ব্যাপার যে হেয়জ্ঞান করে, শীঘ্রই তার পতন।
2 আঙুররস ও নারী সুবিবেচক মানুষকে ভ্রষ্ট করে, যে বারবার বেশ্যাদের সঙ্গে যায়, সে লজ্জাবোধ হারাবে।
3 পোকা ও কীট তাকে উত্তরাধিকার রূপে পাবে; যার লজ্জাবোধ নেই, সে প্রাণ হারাবে।
4 সহজে যে পরের উপর আস্থা রাখে, সে হালকা মনা, পাপকর্ম যে সাধন করে, সে নিজেরই ক্ষতি সাধন করে।
5 অনিষ্টে যে প্রীত, সে শাস্তি পাবে :
6 'বাচালতা যে ঘৃণা করে, সে অনিষ্ট এড়ায়।
7 তোমাকে যা বলা হয়েছে, তা কখনও রটিয়ে বেড়িয়ো না, তবে তোমার কোন ক্ষতি হবে না ;
8 বন্ধু হোক কি শত্রু হোক, কাউকেই সেই কথা বলো না, চুপ করায় যদি তোমার পাপ না হয়, সেই বিষয়ে কিছুই বলো না।
9 কেননা কেউ তোমাকে শুনবেই, ফলে তুমি অবিশ্বাসযোগ্য বলে গণ্য হবে, আর পরিশেষে তুমি ঘৃণার পাত্র হবে।
10 কিছু শুনেছ? তা তোমার সঙ্গে মরুক! সাহস ধর, তা তোমাকে ফাটাবে না !
11 এক টুকরো সংবাদের জন্য মূর্খ যন্ত্রণায় ভুগবে, শিশুর জন্য যেমন প্রসবিনী নারী যন্ত্রণায় ভোগে।
12 যেমন উরুতের মাংসে বিদ্ধ তীর, তেমনি মূর্খের বুকে সংবাদ।
13 বন্ধুকে জিজ্ঞাসাবাদ কর : হয় তো সে কিছুই করেনি, আর কিছু যদি করেই থাকে, তবে আর করবে না।
14 পরকে জিজ্ঞাসাবাদ কর হয় তো সে কিছুই বলেনি, আর কিছু যদি বলেই থাকে, তবে আর বলবে না।
15 বন্ধুকে জিজ্ঞাসাবাদ কর, কারণ পরনিন্দা খুবই সাধারণ, সব কথায় বিশ্বাস করা উচিত নয়।
16 সময় সময় মানুষ পিছলে পড়ে, কিন্তু ইচ্ছা করে নয়; নিজের জিহ্বা দিয়ে কখনও পাপ করেনি এমন মানুষ কে?
17 হুমকি দেবার আগে তোমার প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ কর; এবং পরাৎপরের বিধানকে স্থান দাও।
18 ঈশ্বরভীতি, এ-ই সমস্ত প্রজ্ঞা, এবং সমস্ত প্রজ্ঞায় রয়েছে বিধান পালন।
19
20
21 কিন্তু অনিষ্ট-জ্ঞানে প্রজ্ঞা থাকে না, পাপীদের মন্ত্রণায়ও সম্বিবেচনা আদৌ থাকে না।
22
23 এমন নৈপুণ্য আছে, যা জঘন্য, প্রজ্ঞা যার নেই, সে নির্বোধ।
24 বুদ্ধিতে পূর্ণ হওয়া ও বিধান লঙ্ঘন করার চেয়ে কম বুদ্ধিমান ও ভয়ে পূর্ণ হওয়াই শ্রেয়।
25 এমন নৈপুণ্য আছে যা সূক্ষ্ম বটে, কিন্তু অন্যায্যতাই যার লক্ষ্য, আবার এমন কেউ আছে যে প্রতারণা অবলম্বন করেই মামলায় জয়ী হয়।
26 এমন মানুষ আছে, যে দুঃখে নুজ হয়ে হাঁটে, অথচ তার অন্তর প্রবঞ্চনায় পূর্ণ ;
27 সে মাথা নত রাখে, সে বধির হওয়ার ভান করে, তুমি তার মুখোশ না খুলে দিলে সে তোমার উপর জয়ী হবে।
28 এমন মানুষ আছে, যে শক্তির অভাবেই পাপ করে না, কিন্তু সুযোগ পেলে অনিষ্ট সাধন করবে।
29 চেহারা থেকেই মানুষের পরিচয়লাভ, মুখ দেখলেই সদ্বিবেচক মানুষকে চেনা যায়।
30 মানুষের সাজসজ্জা, তার হাসির ভঙ্গি, ও তার চলার গতি—এতে তার পরিচয় প্রকাশ পায়।