Index

Sirach - Chapter 27

1 অর্থলাভের খাতিরে অনেকে পাপ করেছে, যে ধনবান হতে চেষ্টা করে, সে [প্রভুভয় থেকে] চোখ ফেরায়।
2 দু'টো পাথরের জোড়ায় খুঁটা স্থান নেয়, ক্রয়-বিক্রয়ের মধ্যে পাপ জোর করে ঢোকে।
3 মানুষ যদি ভালোমত প্রস্তুভয় আঁকড়ে না ধরে, তার গৃহ শীঘ্র উল্টে যাবে।
4 কুলো চালালে কেবল আবর্জনা বাকি থাকে, তেমনি মানুষের ত্রুটি তার কথনেই ভেসে ওঠে।
5 হাপর কুমোরের পাত্র যাচাই করে, মানুষের পরীক্ষা তার কথাবার্তায় সাধিত।
6 ফল দেখায় গাছ কেমনভাবে চাষ করা হয়েছে, তেমনি কথন প্রকাশ করে মানুষের ভাব।
7 মানুষ কথা বলার আগে তার প্রশংসা করো না, এ-ই মানুষকে পরীক্ষা।
8 যদি সদ্গুণের চেষ্টায় থাক, তার নাগাল পাবেই, তা গৌরব-বসনই যেন পরিধান করবে।
9 পাখিরা তাদের সদৃশদের সঙ্গে সংসর্গ করে, সত্য সত্যের সাধকের কাছে ফিরবে।
10 সিংহ ওত পেতে থাকে শিকারের জন্য, তেমনি পাপ অন্যায়কারীদের জন্য।
11 ভক্তপ্রাণের কথায় সর্বদাই প্রজ্ঞা বিরাজিত, কিন্তু নির্বোধ চাঁদের মত পরিবর্তনশীল।
12 অবোধদের মধ্যে থাকতে সময়ের দিকে লক্ষ রাখ, সুবিবেচকদের মধ্যে দীর্ঘকাল কাটাও।
13 মূর্খদের কখন ঘৃণ্য, তাদের হাসি পাপময় উচ্চঞ্চলতার মধ্যে ধ্বনিত।
14 প্রায়ই যারা শপথ করে, তাদের কথনে শ্রোতার চুল শিহরে ওঠে, তাদের ঝগড়া-বিবাদ তোমাকে কান বন্ধ করতে বাধ্য করে।
15 গর্বিতদের মধ্যে ঝগড়ার ফল রক্তপাত, তাদের কটুকথা কেবল শোনাও লজ্জাকর।
16 গুপ্ত কথা যে প্রকাশ করে, সে নিজের বিশ্বাসযোগ্যতা হারায়, প্রিয় কোন বন্ধুকেও সে আর কখনও পাবে না।
17 বন্ধুকে ভালবাস, তার প্রতি বিশ্বস্ত হও, কিন্তু যদি তার গুপ্ত কথা প্রকাশ করে থাক, তার পিছনে আর যেয়ো না,
18 কেননা মানুষ যাকে হত্যা করেছে তাকে যেমন ধ্বংস করে, তেমনি তুমি তোমার প্রতিবেশীর বন্ধুত্ব হত্যা করেছ।
19 আবার, তুমি যেমন পাখিকে তোমার হাত থেকে পালাতে দিয়েছ, তেমনি তোমার বন্ধুকে যেতে দিয়েছ, তাকে আর ফিরে পাবে না।
20 তার পিছনে আর যেয়ো না, সে তো দুরেই গেছে। সে পালিয়েছে—যেমন হরিণ ফাঁস থেকে পালায়।
21 কেননা যা বাঁধানো যায়, ও অপমান ক্ষমা করা যায়, কিন্তু গুপ্ত কথা যে প্রকাশ করেছে, তার পক্ষে আর আশা নেই।
22 যে চোখ পিটপিট করে, সে অনিষ্ট আঁটে, কেউ তা থেকে তাকে বিরত করতে পারবে না।
23 তোমার সামনে তার কথা মিষ্ট, তোমার আলাপে সে বিস্ময় প্রকাশ করে, কিন্তু তোমার পিছনে উল্টো কথা বলবে, ও তোমার কথা পদস্খলনের ব্যাপারেই পরিণত করবে।
24 আমি বহু কিছু ঘৃণা করি, কিন্তু তার মত কিছুই ঘৃণা করি না: প্রভুও তাকে ঘৃণা করেন।
25 উর্ধ্বে যে পাথর ছোড়ে, সে নিজের মাথার উপরেই তা ছোড়ে, পিঠে আঘাত তাকেই আঘাত করে, যে আঘাত হেনেছে।
26 যে গর্ত খোঁড়ে, সে নিজে তার মধ্যে পড়বে, যে ফাঁস বসায়, সে তাতে জড়িয়ে পড়বে।
27 অপকর্ম অপকর্মার উপরেই আবার নেমে আসবে, তা কোথা থেকে আসে, সে তাও বুঝতে পারবে না।
28 বিদ্রূপ ও অপমান অহঙ্কারীর চিহ্ন, কিন্তু প্রতিশোধ সিংহের মত তার জন্য ওত পেতে থাকবে।
29 ভক্তপ্রাণদের পতনে যারা আনন্দিত, তারা ফাঁসে ধরা পড়বে, মৃত্যুর আগে যন্ত্রণাই তাদের ক্ষয় করবে।
30 ক্ষোভ ও ক্রোধ : তাও জঘন্য বস্তু, পাপী মানুষ দু'টোতেই নিপুণ।