Index

Sirach - Chapter 8

1 প্রভাবশালী মানুষের সঙ্গে তর্কাতর্কি করো না, পাছে পরে তার হাতে পড়।
2 ধনী লোকের সঙ্গে ঝগড়া-বিবাদ করো না, পাছে সে তোমার বিরুদ্ধে তার অর্থের জোর খাটায় ; কেননা সোনা অনেককে ধ্বংস করেছে, ও রাজাদের হৃদয় ভ্রষ্ট করেছে।
3 ঝগড়াটে মানুষের সঙ্গে তর্কাতর্কি করো না, আগুনের উপরে রাশি রাশি কাঠ দিয়ো না।
4 মূর্খের সঙ্গে তামাশা করো না, যেন তোমার পিতৃপুরুষদের অপমান না করা হয়।
5 অনুতপ্ত পাপীকে গালাগালি দিয়ো না, মনে রেখ : আমরা সকলে দণ্ডের যোগ্য !
6 মানুষ বৃদ্ধ হলে, তাকে হেয়জ্ঞান করো না, কেননা আমাদের মধ্যেও কেউ কেউ বৃদ্ধ হবে।
7 কারও মৃত্যুতে আনন্দিত হয়ো না ; মনে রেখ : আমাদের সকলকেই মরতে হবে!
8 প্রজ্ঞাবানদের উক্তি তুচ্ছ করো না, বরং তাদের বচনমালার সবদিক ধ্যান কর কেননা তাদের কাছ থেকে আগত সুশিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মহামান্যদের সেবা করতে পারবে।
9 বৃদ্ধ মানুষেরা যা বলেন, তা অবহেলা করো না, কেননা তাঁরাও তাঁদের পিতামাতাদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন, তাঁদের কাছ থেকে তুমি সম্বিবেচনা শিখবে, যথাসময় উত্তর দিতেও শিখবে।
10 পাপীর জ্বলন্ত কয়লায় ইন্ধন দিয়ো না, পাছে তার শিখার আগুনে তুমি নিজে পোড়।
11 হিংসাপন্থীর সামনে থেকে পিছটান দিয়ো না, পাছে সে তোমার নিজের কথা ফাঁদ করে তোমাকে ধরে ফেলে।
12 তোমার চেয়ে বলবান মানুষের কাছে ধার দিয়ো না, তাকে যা ধার দিয়েছ, তা হারানো বলে মনে কর।
13 তোমার সামর্থ্যের ঊর্ধ্বে জামিন হতে যেয়ো না, যদি হয়ে থাক, তা শোধ করতেও প্রস্তুত থাক।
14 বিচারকের বিরুদ্ধে মামলা চালিয়ো না, কেননা তাঁর মত অনুসারে তারই পক্ষে বিচার হবে।
15 অভদ্র লোকের সঙ্গে যাত্রায় পা বাড়িয়ো না, পাছে সে তোমার কাছে অসহ্য হয় ; সে তার ইচ্ছামতই ব্যবহার করবে, আর তার নির্বুদ্ধিতার কারণে তার সঙ্গে তোমারও সর্বনাশ হবে।
16 রোষ প্রকৃতির মানুষের সঙ্গে তর্কাতর্কি করো না, তার সঙ্গে নির্জন কোন স্থানেও যেয়ো না, কেননা রক্তপাত তার চোখে কিছু নয়, আর যেখানে সাহায্যের উপায় নেই, সেইখানে সে তোমাকে আক্রমণ করবে।
17 মূর্খের কাছে পরামর্শ চেয়ো না, কেননা সে কোন গোপন কথা রক্ষা করতে পারবে না।
18 অচেনা লোকের সামনে এমন কিছু করো না, যা গোপন রাখা উচিত, কেননা তুমি জান না, সে কী না করবে।
19 অমুক তমুকের কাছে তোমার হৃদয় খুলো না, সৌভাগ্য তোমা থেকে দূর করো না।